২.২ মিলিয়ন ডলার অর্জন করেছে এমিরেটস

২.২ মিলিয়ন ডলার অর্জন করেছে এমিরেটস

  • আর্ন্তজাতিক ডেস্ক

এমিরেটস্ গ্রুপ ২০১৬ সালের সমাপ্ত অর্থবছরে ২.২ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করার কথা বলেছে।

এমিরেটস্ এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাইদ আল মাকতুম এক প্রতিবেদন প্রকাশ করার সময় এ তথ্য দেন। উক্ত প্রতিবেদনে জানানো হয় এই মুনাফা আগের বছরের তুলনায় ৫০% বেশি। শেখ মাকতুম জানান, “যদিও গ্রুপের রাজস্ব আয় গত বছরের তুলনায় ৩% হ্রাস পেয়ে ২৫.৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গ্রুপের নগদ ব্যালেন্স ৬.৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।”

এছাড়া এমিরেটস্ গ্রুপ দুবাই ইনভেস্টমেন্ট কর্পোরেশনকে ৬৮১ মিলিয়ন মার্কিন ডলার ডিভিডেন্ট দেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে এমিরেটস্ গ্রুপের অন্যতম সদস্য এমিরেটস্ এয়ারলাইন গত অর্থবছরে ১.৯ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যা আগের বছরের তুলনায় ৫৬% বেশি।

এর আগের বছরে এমিরেটস্ ৫১.৯ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৮% বেশি। প্যাসেঞ্জার সিট ফ্যাক্টর ছিল ৭৬.৫% বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

উক্ত প্রতিবেদনে আরেো জানানো হয়, এমিরেটস তাদের উড়োজাহাজ বহর বৃদ্ধির জন্য ৭.৩ বিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহ করেছে।

Sharing is caring!

Leave a Comment