বিদেশি কর্মী নিয়োগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া

বিদেশি কর্মী নিয়োগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মালয়েশিয়া

  • আর্ন্তজাতিক ডেস্ক

বিদেশি শ্রমিক নেয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিচ্ছে মালয়েশীয় সরকার। শিল্পোদ্যোক্তাদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। তাছাড়া কর্মী সঙ্কটে থাকা ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, প্ল্যান্টেশন ও আসবাবপত্র খাতে জনশক্তি আমদানির অনুমতি দেয়ার বিষয়টি প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। সংবাদ : স্টার অনলাইন।

এর আগে গত ২৯ এপ্রিল দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদিও বিদেশি শ্রমিক নেয়ার বিষয়ে ইতিবাচক ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে মালয়েশিয়াতে প্রায় ছয় লাখ বাংলাদেশি কর্মী কাজ করছে। তাই বলা যায় মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ বাজারও।

উল্লেখ্য চলতি বছরের গত ১৮ ফেব্রুয়ারি ঢাকায় দুই দেশের সরকারের মধ্যে জনশক্তি নেয়া নিয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।সমঝোতা স্মারক অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার দুই মন্ত্রী মৌখিকভাবে বছরে তিন লাখ করে মোট ৫ বছরে ১৫ লাখ শ্রমিক নেয়ার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছিলেন। কিন্তু তারপর দিন দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি বিদেশি শ্রমিক নেয়া স্থগিতের ঘোষণা দেন।  favicon59

Sharing is caring!

Leave a Comment