যুক্তরাষ্ট্রে যাচ্ছে বেক্সিমকোর আরেকটি ওষুধ

যুক্তরাষ্ট্রে যাচ্ছে বেক্সিমকোর আরেকটি ওষুধ

  • অর্থ ও বাণিজ্য

যুক্তরাষ্ট্রের বাজারে আরেকটি ওষুধ রফতানির অনুমোদন পেয়েছে শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মা। হৃদরোগের ওষুধ বেটাপেসের জেনেরিক ভার্সন সোটালোল হাইড্রক্লোরাইড রফতানির অনুমোদন পেয়েছে কোম্পানিটি। মার্কিন ওষুধ প্রশাসন ড্র্রাগ অ্যান্ড ফুড অ্যাডমিনেস্ট্রেশন (ইউএসএফডিএ) সম্প্রতি এ অনুমোদন দিয়েছে। এর ফলে আগামী বছরের প্রথম দিকে দেশটিতে বিভিন্ন মাত্রার সোটালোল ট্যাবলেট রফতানি করা যাবে বলে আশা করছেন কর্মকর্তারা। logo

এর আগে গত বছরের মাঝামাঝিতে হাইপারটেনশনের ওষুধ কার্ভোডিললের অনুমোদনের পর এ বছরের মার্চে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মতো স্পর্শকাতর এবং বড় বাজারে রফতানি শুরু করে বেক্সিমকো ফার্মা।

গতকাল সোমবার বেক্সিমকো ফার্মার এক বিজ্ঞপ্তিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসানকে উদৃব্দত করে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় পণ্য অনুমোদন লাভ করা একটা বড় সুখবর। দেশটির বাজারে প্রবেশের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বেক্সিমকোর আরও কয়েকটি পণ্য। ওইসব পণ্য অনুমোদন পেলে বিশ্বের সর্ববৃহৎ বাজারে এ দেশের রফতানি আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, উৎপাদন ও মান নিয়ন্ত্রণে দক্ষতা, গবেষণা ও উন্নয়নের ফলে এ সাফল্য এসেছে। বর্তমানে ৫০টি দেশে বেক্সিমকোর ওষুধ রফতানি হচ্ছে। এর বাইরে বিভিন্ন বহুজাতিক ও নেতৃস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের জন্য চুক্তিভিত্তিক ওষুধ প্রস্তুত করে তার কোম্পানি। যুক্তরাষ্ট্রের ইউএসএফডিএ ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের এজিইএস, অস্ট্রেলিয়ার টিজিএ, কানাডার হেলথ কানাডা, মধ্যপ্রাচ্যের জিসিসি অ্যান্ড টিএফডিএসহ বিভিন্ন দেশের ওষুধ প্রশাসনের স্বীকৃতি পেয়েছে বেক্সিমকো ফার্মা। favicon59-4

Sharing is caring!

Leave a Comment