লেনদেন বেড়েছে ২২ কোটি টাকা

লেনদেন বেড়েছে ২২ কোটি টাকা

  • নিউজ ডেস্ক

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন বেড়েছে প্রায় ২২ কোটি ৬০ লাখ টাকা। মঙ্গলবার বাজারে মোট লেনদেন হয়েছে ৩৯২ কোটি ১৫ লাখ টাকা। দিনের শেষ দিকে শেয়ার বিক্রির চাপে বাজারের সব ধরনের সূচকের পতন হয়েছে।

দিনজুড়ে ডিএসইতে ৩১৩টি কোম্পানির ১১ কোটি ৫৭ লাখ ১২ হাজার ৪০১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ১ লাখ ৪ হাজার ২৬৩ বার হাত বদল হয়েছে। যার বাজার মূল্য ৩৯২ কোটি ১৫ লাখ ৫১ হাজার টাকা। এ হিসেবে রোববারের চেয়ে ডিএসইর লেনদেন প্রায় ২২ কোটি ৬০ লাখ  টাকা বেড়েছে।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স সূচক ০ দশমিক ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৪ দশমিক ০৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস শরীয়াহ্ সূচক শূন্য দশমিক ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৩ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ মূল্য সূচক ৮ দশমিক ১৬ পয়েন্ট কমে ১ হাজার ৭০৪ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। দর কমেছে ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের। দিনশেষে দর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের। favicon59

Sharing is caring!

Leave a Comment