শেষ কর্মদিবসে সূচকের পতন
- নিউজ ডেস্ক
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন চলছে। এখন পর্যন্ত সূচকের পাশাপাশি কমেছে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। গত দিনের মতো আজও বিনিয়োগকারীদের উপস্থিতি রয়েছে সন্তোষজনক। সূচকের পতন হলেও আজ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এখন পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৫৮ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২০ কোটি টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। তালিকাভুক্ত ৭৩টি কোম্পানির শেয়ারের দর কমার পাশাপাশি অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এখন পর্যন্ত মোট শেয়ার লেনদেন হয়েছে ৭২ লাখ ৩ হাজার ২১৬টি। শেয়ারগুলো হাত বদল হয়েছে ৫ হাজার ২৩৭ বার।
অন্যদিকে এখন পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে প্রথম দিকে রয়েছে আইপিডিসি, এসপিসিএল ফ্যামিলি টেক্স, আইটিসি,এসপিসিএল, ডরিনপাওয়ার, এসিআই, লাফার্জ সুরমা সিমেন্ট, জিএইচএআইএল, কেয়া কসমেটিকস, সিভিও পেট্রো কেমিক্যাল ও তিতাস গ্যাস।