পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে

  • নিউজ ডেস্ক 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার সার্বিক মূল্য সূচকের উর্ধগতিতে লেনদেন শেষ হয়েছে। তবে সেখানকার শরীয়াহ সূচকটি কিছুটা কমেছে। সূচকের এই মিশ্রাবস্থান থাকলেও বিনিয়োগকারীদের দিনটিতে অংশগ্রহণ বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৪৮৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭৫ কোটি ৯১ লাখ টাকা বেশি লেনদেন। বৃহস্পতিবার ডিএসইতে ৪০৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭০৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬৪ পয়েন্টে।

ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : তিতাস গ্যাস, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, মবিল যমুনা বিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা ও লাফার্জ সুরমা সিমেন্ট।

দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : হাক্কানী পাল্প, যমুনা ব্যাংক, প্যারামাউন্ট, পূরবী জেনারেল, ফাস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, শাহজালাল ব্যাংক, জিএসপি ফাইন্যান্স ও রহিমা টেক্স।

দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : শ্যামপুর সুগার, ঝিল বাংলা সুগার, ফারইস্ট নিটিং, পাওয়ার গ্রিড, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আর্গন ডেনিমস, এনভয় টেক্সটাইল, ইয়াকিন পলিমার, ড্রাগন সোয়েটার ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। রবিবার সিএসইতে ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম লিমিটেড, যমুনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, একমি ল্যাবরেটরিজ, পাওয়ার গ্রিড, সামিট পাওয়ার গ্লোবাল হেভি কেমিক্যাল ও স্ট্যান্ডার্ড ব্যাংক।favicon59-4

Sharing is caring!

Leave a Comment