পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

  • নিউজ ডেস্ক 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৬৪৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২ কোটি ৪৪ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে ৬৪৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৭, কমেছে ১১০ এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৬৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫২ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, শাশা ডেনিমস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, ডরিন পাওয়ার, ন্যাশনাল টিউবস, কাসেম ড্রাইসেল, বিডি থাই, গোল্ডেন হার্ভেস্ট, ইস্টার্ন হাউজিং ও কনফিডেন্ট সিমেন্ট।

দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- ওরিয়ন ফার্মা, আরডি ফুড, এমারেল্ড অয়েল, ন্যাশনাল টি, ন্যাশনাল হাউজিং, সাফকো স্পিনিং, আফতাব অটোস, ঢাকা ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল ও সিমটেক্স ইন্ড্রাস্টিজ।favicon59-4

Sharing is caring!

Leave a Comment