সপ্তাহ শেষে বেড়েছে রসুনের দাম

সপ্তাহ শেষে বেড়েছে রসুনের দাম

  • নিউজ ডেস্ক 

এই সপ্তাহে বাজারে রসুনের দাম বেড়েছে। প্রতি কেজিতে গড়ে৪০ টাকা থেকে ৫০ টাকা করে দাম বেড়েছে। গত সপ্তাহে যে রসুনের পাইকারি দাম ছিল ১৭০ টাকা, সে রসুন এখন ২২০ টাকা।

আমদানিকারক ও পাইকাররা রসুনের দাম বাড়িয়েছেন বলে দাবি করেছেন খুচরা ব্যবসায়ীরা। মোহাম্মদপুর টাউন হল মার্কেটের খুচরা ব্যবসায়ী আব্দুল মোতালেব দি প্রমিনেন্টকে জানান, চায়না ও ইন্ডিয়ান রসুনের গত সপ্তাহে দাম ছিল পাইকারি ১৭০ টাকা থেকে ১৭২ টাকা। আর খুচরা বিক্রি করা হত ১৮০ টাকা থেকে ১৯০ টাকা কেজি। এক সপ্তাহের ব্যবধানে এখন আমাদের পাইকারদের কাছ থেকে রসুন কিনতে হচ্ছে ২২০ টাকা কেজি। আর খুচরা বিক্রি করা হচ্ছে ২৩০ টাকা।

এদিকে পাইকারি ব্যবসায়ী শাহজাহান জানান, ‘বর্তমানে দেশের বাজারে দেশি রসুনের মজুদ কম।তাই  বিদেশি রসুন বেশি দামে কিনতে হচ্ছে বলেই দাম বেশি। নতুন রসুন বাজারে এলে দাম কমে আসবে।’ favicon59

Sharing is caring!

Leave a Comment