বাজারে এসেছে গ্রীষ্মকালীন টমেটো
- নিউজ ডেস্ক
বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন টমেটো। গ্রীষ্মকালীন জাতের এই টমেটোর বাজারে বেশ চাহিদা। এই টমেটোর প্রধান উৎপত্তিস্থল দিনাজপুর। সেখানেই গড়ে উঠেছে গ্রীষ্মকালীন টমেটোর বাজার। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত চলে টমেটোর বেচা-কেনা।
গ্রীষ্মকালীন টমেটো বাজারে প্রতি মণ সাড়ে ৫শ’ থেকে ৭শ’ টাকা দরে বিক্রি করছেন কৃষকরা। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা বলেন, এবার দিনাজপুর জেলাতে ২ হাজার ৮৪৪ হেক্টর জমিতে নাবি জাতের এই টমেটো চাষ হয়েছে।
গ্রীষ্মকালীন টমেটো উৎপাদন করে চাষীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন বলে জানান এক কৃষি কর্মকর্তা। তিনি আরো বলেন, এই টমেটো যদি সংরক্ষণের ব্যাবস্থা করা হয় তাহলে কৃষকরা লাভবান হবেন।