পেঁয়াজের কেজি আট আনা

পেঁয়াজের কেজি আট আনা

  • নিউজ ডেস্ক

ভারতীয় এক কৃষক সাড়ে চারশ’ কেজি ছোট পেঁয়াজ বিক্রি করেছেন মাত্র ১৭৫ রুপিতে। তার নাম রবীন্দ্র মাধিকর। তিনি মহারাষ্ট্রে আওরঙ্গবাদের লাসুর পাইকারী বাজারে পেঁয়াজ বিক্রি করে ন্যূনতম দামও ওঠাতে না পারার ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি। সংবাদ : টাইমস অব ইন্ডিয়া।

গতকাল (১৩ মে) টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, লাসুরসহ মারাথোয়াড়া অঞ্চলের সবচেয়ে বড় পাইকারী বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র আট আনা দরে। আর নাসিকে ভারতের বৃহত্তম পাইকারী পেঁয়াজের বাজার লাসালগাওয়ে পেঁয়াজ প্রতি একশ’ কেজি বিক্রি হচ্ছে পাঁচশ’ থেকে ছয়শ’ রুপিতে।

ত্রিশের কোঠায় এখনো পা না রাখা তরুণ কৃষক মাধিকার বলছেন, ‘এতদিন আমি অবাক হতাম ভেবে যে কৃষকরা কেন আত্মহত্যার মতো প্রাণঘাতী সিদ্ধান্ত নেয়। কিন্তু বুধবার থেকে আমার নিজেরই মরে যেতে ইচ্ছে হচ্ছে।’

প্রতি একর জমিতে পেঁয়াজ চাষের জন্য ৫০ থেকে ৮০ হাজার রুপি খরচ করে এখন তার ন্যূনতমও ওঠাতে পারছেন না ভারতের কৃষকরা, লাভ করা তো দূরের কথা। এদের অধিকাংশেরই উৎপাদিত পণ্য গুদামে মজুদ করার সামর্থ্য নেই।

খরার কারণে অধিকাংশ কৃষক, এমনকি নিয়মিত আখচাষীরাও এবার পেঁয়াজ চাষ করেছিলেন। চাহিদা ও জোগানের ভারসাম্যহীনতার কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।favicon59

Sharing is caring!

Leave a Comment