ঢাকা স্টক এক্সচেঞ্জে রাজস্ব আয় বেড়েছে
- নিউজ ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বেড়েছে। ডিএসইর হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে চলতি বছরের মার্চের চেয়ে এপ্রিল মাসে ৬৯ লাখ ছয় হাজার টাকা রাজস্ব বেড়েছে।
গত এপ্রিলে রাজস্বের পরিমাণ ছিল ১২ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার ১২৫ টাকা। আর মার্চে এর পরিমাণ ছিল ১১ কোটি ৮৪ লাখ ২৯ হাজার ৩২৩ টাকা। যা প্রতিবেদনে দেখা যায় মার্চের চেয়ে এপ্রিলে রাজস্ব আদায় বেড়েছে ৬৯ লাখ ছয় হাজার ৮০২ টাকা।
তবে এপ্রিল মাসে রাজস্ব আদায় কমেছে।মার্চে সাত কোটি ৯৯ লাখ ৭২ হাজার রাজস্ব আদায় হলেও এপ্রিলে তার পরিমাণ দাড়িয়েছে ৫০ লাখ ৪৭ লাখ ৪৩২ টাকা। যা মার্চের চেয়ে ৪৯ কোটি টাকা কম।
ডিএসইর সদস্য বা ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে এবং উদ্যোক্তা-পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি এই দুই খাত থেকে রাজস্ব সংগ্রহ করে ডিএসই।