বিজ্ঞাপনে থাকছেন আমির

বিজ্ঞাপনে থাকছেন আমির

বিনোদন ডেস্ক : ভারতে বেড়ে চলা অসহিষ্ণুতা প্রসঙ্গে মন্তব্য করে ২০১৫ সালের শেষদিকে বেশ বিরোধিতার মুখে পড়েন বলিউড সুপারস্টার আমির খান। তার বিপরীতে অবস্থান নেয় ক্ষমতাসীন বিজেপি’র সমর্থকরা। এবার খবর ছড়িয়েছে সে প্রতিক্রিয়ায় সরকারি বিজ্ঞাপন থেকে বাদ পড়েছেন আমির। অন্য কয়েকজন তারকার মতো আমিরও ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র দূত।

এতোদিন ভারতের পর্যটন শিল্পের প্রসারে নানা মাধ্যমে প্রচারণা চালিয়েছেন তিনি। বুধবার গুজব ওঠে আমিরকে আর ওই প্রচারণায় দেখা যাবে না। তবে বিষয়টি বেশিদূর এগুতে দেয়নি পর্যটন মন্ত্রণালয়। জানানো হয়, আমিরকে বিজ্ঞাপন থেকে সরানোর কোনো ইচ্ছা তাদের নেই। আমির আগের মতো দায়িত্ব পালন করবেন।

২০১৫ সালের ২৩ নভেম্বর ‘অসহিষ্ণুতা’ প্রসঙ্গে দিল্লির এক অনুষ্ঠানে আমির জানান, ভারতের পরিস্থিতি নিয়ে তার স্ত্রী কিরণ রাও ভয়ে আছেন। একবার প্রশ্নও করেছিলেন, ভারতে ছেড়ে যাবেন কি-না? এ প্রশ্নে অবাক হয়েছিলেন বলেও জানান ‘পিকে’ তারকা। এর পরপরই প্রশ্ন ও নিন্দার মুখে পড়তে হয় আমিরকে। এমনকি বলিউড সহকর্মীদের অনেকে তার বিরুদ্ধে বিবৃতি দেন। ওই সময় আমির একটি লিখিত বিবৃতি দিয়ে জানান, দেশ ছেড়ে যাওয়ার ইচ্ছা তার নেই। তার বক্তব্য না বুঝে বা বিকৃতি করে অনেকে বিদ্বেষ ছড়াচ্ছেন। favicon5

Sharing is caring!

Leave a Comment