ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন চূড়ান্ত

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন চূড়ান্ত

বিনোদন ডেস্ক : ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পর দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কারের নাম ‘ফিল্মফেয়ার’। কালোরঙা এই স্মারক ট্রফি পেতে চান সবাই। ৬১তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। একনজরে দেখে নিন, এবারের পুরস্কারের জন্য মনোনয়নের তালিকা :

সেরা ছবি :
১. বদলাপুর
২. বাজিরাও মাস্তানি
৩. বজরঙ্গি ভাইজান
৪. পিকু
৫. তলভার
৬. তনু ওয়েডস মনু রিটার্নস

সেরা পরিচালক
১. আনন্দ এল রাই—তনু ওয়েডস মনু রিটার্নস
২. কবির খান—বজরঙ্গি ভাইজান
৩. মেঘনা গুলজার—তলভার
৪. সঞ্জয় লীলা বনসালি—বাজিরাও মাস্তানি
৫. সুজিত সরকার—পিকু
৬. শ্রীরাম রাঘবন—বদলাপুর
সেরা অভিনেতা
১. অমিতাভ বচ্চন—পিকু
২. রণবীর কাপুর—তামাশা
৩. রণবীর সিং—বাজিরাও মাস্তানি
৪. সালমান খান—বজরঙ্গি ভাইজান
৫. শাহরুখ খান—দিলওয়ালে
৬. বরুণ ধাওয়ান—বদলাপুর
সেরা অভিনেত্রী
১. আনুশকা শর্মা—এনএইচ১০
২. দীপিকা পাড়ুকোন—বাজিরাও মাস্তানি
৩. দীপিকা পাড়ুকোন—পিকু
৪. কাজল—দিলওয়ালে
৫. কঙ্গনা রানাউত—তনু ওয়েডস মনু রিটার্নস
৬. সোনম কাপুর—ডলি কি ডোলি

সেরা অভিনেতা (পার্শ্ব)
১. অনিল কাপুর—দিল ধাড়াকনে দো
২. দীপক দোব্রিয়াল—তনু ওয়েডস মনু রিটার্নস
৩. জিমি শেরগিল—তনু ওয়েডস মনু রিটার্নস
৪. নওয়াজউদ্দিন সিদ্দিকী—বদলাপুর
৫. সঞ্জয় মিশ্র—মাসান

সেরা অভিনেত্রী (পার্শ্ব)
১. আনুশকা শর্মা—দিল ধাড়াকনে দো
২. হুমা কোরেশি—বদলাপুর
৩. প্রিয়াঙ্কা চোপড়া—বাজিরাও মাস্তানি
৪. শেফালি শাহ—দিল ধাড়াকনে দো
৫. টাবু—দৃশ্যম
৬. তানভি আজমি—বাজিরাও মাস্তানি

সেরা সংগীত
১. অঙ্কিত তিওয়ারি, অঞ্জন ও আমাল মালিক—রয়
২. অনুপম রায়—পিকু
৩. এ আর রহমান—তামাশা
৪. প্রীতম—দিলওয়ালে
৫. সঞ্জয় লীলা বনসালি—বাজিরাও মাস্তানি
৬. শংকর, এহসান ও লয়—দিল ধাড়াকনে দো

সেরা গানের কথা
১. অমিতাভ ভট্টাচার্য—গেরুয়া (দিলওয়ালে)
২. অন্বিতা দত্ত—গুলাবোঁ (শানদার)
৩. গুলজার—জিন্দা (তলভার)
৪. ইরশাদ কামিল—আগার তুম সাথ হো (তামাশা)
৫. কুমার—সুরজ ডুবা (রয়)
৬. বরুণ গ্রোভার—মোহ মোহ কে দাগে (দম লাগা কে হাইশা)

সেরা সংগীতশিল্পী (পুরুষ)
১. অঙ্কিত তিওয়ারি—তু হ্যা কে নেহি (রয়)
২. অরিজিত সিং—গেরুয়া (দিলওয়ালে)
৩. আতিফ আসলাম—জিনা জিনা (বদলাপুর)
৪. পাপন—মোহ মোহ কে দাগে (দম লাগা কে হাইশা)
৫. বিশাল দাদলানি—গুলাবোঁ (শানদার)

সেরা সংগীতশিল্পী (নারী)
১. অলকা ইয়াগনিক—আগার তুম সাথ হো (তামাশা)
২. অনুশা মনি—গুলাবোঁ (শানদার)
৩. মোনালি ঠাকুর—মোহ মোহ কে দাগে (দম লাগা কে হাইশা)
৪. পলক মুচ্ছল—প্রেম রতন ধান পায়ো (প্রেম রতন ধান পায়ো)
৫. প্রিয়া সারাইয়া—সুন সাথিয়া (এবিসিডি ২)
৬. শ্রেয়া ঘোষাল—দিওয়ানি মাস্তানি (বাজিরাও মাস্তানি) favicon5

Sharing is caring!

Leave a Comment