ভিন্নভাবে বাহুবলি

ভিন্নভাবে বাহুবলি

বিনোদন ডেস্ক : সিনেমায় পর্দায় বাজিমাতের পর এবার নতুন আঙ্গিকে আসছে বাহুবলি। অ্যানিমেশন, কমিকস উপন্যাসে দেখা যাবে বাহুবলিকে। আর্কা মিডিয়াওয়ার্ক এবং গ্রাফিক ইন্ডিয়া যৌথভাবে এ কাজটি করছে বলে জানা গেছে।

২০১৫ সালে মুক্তির পর এস.এস রাজামৌলি পরিচালিত বাহুবলি : দ্য বিগিনিং বিশ্বজুড়ে বেশ সাড়া ফেলে। বিশ্বের ৩০ টি অঞ্চলে মুক্তি পেয়েছিল সিনেমাটির সংক্ষিপ্ত সংস্করণ। প্রথমে শুরু করা হয়েছে বাহুবলির গ্রাফিক নভেলের কাজ। গ্রাফিক ইন্ডিয়ার কো-ফাউন্ডার শারদ দেভারাজান জানিয়েছেন, প্রথম দুই পর্বের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এরপর শুরু হবে অ্যানিমেটেড প্রজেক্ট। এটির বর্তমান নাম রাখা হচ্ছে- বাহুবলি : দ্য লস্ট লিজেন্ড। বিষয়টি নিয়ে উদ্যোগের ব্যাপারে শারদ দেভারাজান বলেন, ‘বাজারে পশ্চিমা এবং জাপানি অ্যানিমেশনের রাজত্ব চলছে। আমি দেখতে চাই, এক সময় ভারতীয় অ্যানিমেশন বিশ্বজুড়ে রাজত্ব করবে। অ্যানিমেশন এবং কমিক উপন্যাস ছাড়াও ভিডিও গেম তৈরির পরিকল্পনা করছে আর্কা এবং গ্রাফিক ইন্ডিয়া। তাদের লক্ষ্য ভারতের ৯০ কোটি মোবাইল ব্যবহারকারী।

পরিচালক রাজামৌলি বলেছেন, ‘বাহুবলি অনেক বড় একটি ব্যাপার। সিনেমা যার একটি ক্ষুদ্রতম অংশ। এখনো অনেক গল্প বলার বাকি রয়েছে। সিনেমায় অনেক বিষয় ছেড়ে যেতে হয়েছে। এখন এগুলো জানা যাবে।’ বাহুবলি সিনেমার পরের সংস্করণ নিয়ে রাজামৌলি জানিয়েছেন, বাহুবলি : দ্য কনক্লুশন সিনেমাটির কাজ চলছে। আগামী আগস্ট এবং সেপ্টেম্বরে সিনেমাটির কাজ শেষ হবে। চলতি বছরের শেষে অথবা ২০১৭ সালের প্রথমে মুক্তি পাবে বাহুবলি- দ্য কনক্লুশন। favicon59

Sharing is caring!

Leave a Comment