ইমতিয়াজ আলীর জাদু এখন সোশ্যাল মিডিয়ায়

ইমতিয়াজ আলীর জাদু এখন সোশ্যাল মিডিয়ায়

  • অরুণাভ নেওয়ার শূন্য 

মানুষের ভবিষ্যত জীবন সত্যিকার অর্থে অনিশ্চিত। কাল আপনার কিংবা আমার জীবনে বাঁক নেয়ার মত কোন ঘটনা ঘটবে না, তা নিশ্চিত করে আপনি বা আমি- কেউওই বলতে পারবো না। 12980427_1285780874770769_1043439249_n

সম্প্রতি পূর্বসুরি চিত্রপরিচালক অনুরাগ কাশ্যপ, সুজয় ঘোষের পদাঙ্ক অনুসরণ করে ইমতিয়াজ আলী নির্মান করেন ৫ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ইন্ডিয়া টুমরো’ পরিচালক ইমতিয়াজ ‘ইন্ডিয়া টুমরো’র মাধ্যমে অর্থবহ বার্তা পৌছে দিয়েছেন দর্শকদের কাছে। একজন যৌনকর্মীর সাথে তার খদ্দের-এর স্টক মার্কেট নিয়ে কথোপকথন যেখানে যৌনকর্মী তার অভিজ্ঞতা দিয়ে খদ্দেরকে পরামর্শ দেন। শর্টফিল্মটিতে দেখানো হয়েছে জীবন দর্শন দিয়ে কিভাবে একজন মানুষ আরেকজনকে প্রভাবিত করছে।

ইউটিউবে রিলিজের পর থেকে এটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ‘ইন্ডিয়া টুমরো’ সম্পর্কে ইমতিয়াজ বলেন, “এই শর্ট ফিল্মের মাধ্যমে আমি ডিজিটাল দুনিয়ার দরজা খুলেছি। আগ্রহী মানুষ এবং প্রতিষ্ঠান উভয়েরই সাথে আমি কথা বলেছি। সাথে এটাও বলেছি, আমার এই ছোটগল্প; যেটা গল্পের বিচারে খুবই স্ট্রং, সেটা আমি সবাইকে বলছি এবং ভবিষ্যতেও বলবো”। ফিল্মটির প্রচারণা এবং ইউটিউবে রিলিজ দেয়ার প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “এ ধরনের ফিল্মে প্রচারণার জন্য কোন বাজেট পাওয়া যায় না কারণ যারা ফিল্মের বাজার নিয়ে দিনরাত ব্যস্ত থাকেন তারা কখনই শর্টফিল্ম নিয়ে মাথা ঘামান না। কিন্তু আমি তো এটাকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে পারি। আর আমি মনে করি এ ধরনের ফিল্মের জন্য সোশ্যাল মিডিয়া খুবই উপযুক্ত জায়গা”। favicon59

Sharing is caring!

  1. By arunabhnewar on April 9, 2016 at 4:45 PM

Leave a Comment