ধুম ফোরে সালমান ?
- বিনোদন ডেস্ক
‘ধুম’ সিরিজের চতুর্থ ছবিতে মন্দ মানুষের ভূমিকায় দেখা যেতে পারে বলিউড স্টার সালমান খানকে। তবে একটা ‘কিন্তু’ রয়েছে!
হিট সিরিজ ‘ধুম’-এর ব্যানার ইয়াশ রাজ ফিল্মস। এ প্রতিষ্ঠানের ‘সুলতান’ নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন সালমান। শোনা যাচ্ছে ‘ধুম ফোর’-এ অভিনয়ের জন্য প্রাথমিকভাবে রাজি হলেও গোল বেঁধেছে পারিশ্রমিক নিয়ে।
সিরিজের আগের সিনেমায় অভিনয় করেছেন আমির খান। বলিউডের তারকাদের মধ্যে সিনেমার লাভের অংশ ভাগাভাগিতে এগিয়ে আছেন তিনি। সালমানও এমন চুক্তিতে আসতে চান। কিন্তু প্রযোজক আদিত্য চোপড়ার সম্মতি নেই তাতে। তাই আসছে না চূড়ান্ত ঘোষণা।
বেশ কয়েক মাস আগে ‘ধুম ফোর’-এর লোগো প্রকাশ হয় টুইটারে। এরপর ভিলেন চরিত্রে প্রভাস, হৃতিক রোশনসহ বেশ কয়েকজনের নাম শোনা যায়। এবার চাউর হল সালমানের নাম। দেখার বিষয়, শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছিঁড়ে!