“প্রেম রতন ধন পায়ো” রিভিউ

“প্রেম রতন ধন পায়ো” রিভিউ

পরিচালক: সূরাজ বরজাতিয়া। অভিনয়: সালমান খান, সোনম কাপুর, নীল নিতিন, মুকেশ, অনুপম খের, স্বরা ভাস্কর, আরমান কোহলি, সঞ্জয় মিশ্র।


এই সিনেমা দেখার পর হয়তো প্রেম, রত্ন বা ধন কিছুই পাবেন না। তবে আপনার ঝুলিতে জায়গা পাবে একরাশ বিরক্তি, ঘুম, মাথাব্যাথা এবং একটি প্রশ্ন! সালমান খান কেন এই ছবিতে কাজ করতে রাজি হলেন? ছবির গল্প প্রিতমপুরের রাজা বিজয় সিংহ এবং রাজকুমারী মৈথিলিকে নিয়ে। তাদের বিয়ের প্রস্তুতিপর্বের মাঝেই বিজয়কে হত্যার পরিকল্পনা করে তার ছোট ভাই অজয় সিংহ (নীল)।

ঘটনাচক্রে সেখানে হাজির হন বিজয়ের লুক অ্যালাইক প্রেম দিলওয়ালে, যিনি সমস্ত হিংসা মিটিয়ে রাজপরিবারে ভালবাসা এবং ঐক্য ফিরিয়ে আনেন। রাজশ্রী প্রোডাকশনের সিনেমা মানেই রাজকীয় সেট, রঙিন ক্যানভাস, লার্জার দ্যান লাইফ সব চরিত্র… এই সিনেমাতেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু সমস্যা হল পুরো ছবি জুড়েই শুধু এগুলো পাওয়া যায়। অনেক কসরত করেও জমাট গল্প কিংবা ভাল অভিনয়ের সন্ধান মেলে না। সালমান খান হয়তো বক্স অফিসে সাড়া ফেলেছেন, আয়ও করেছেন অনেক। কিন্তু অর্জন বলতে ওটুকুই।

আর পাঁচটি সিনেমার মতো সোনম কাপুর এখানেও ভীষণ আর্টিফিসিয়াল। এই সিনেমা আরো একবার প্রমাণ করলো যে সোনম ভাল মডেল হতে পারেন কিন্তু অভিনয়টা মনে হয় তার জন্য নয়। নিজ-নিজ চরিত্রে অনুপম খের, স্বরা ভাস্কর, আরমান কোহলি যথাযথ অভিনয় করেছেন। তবে নীল নিতিন মুকেশের চড়া অভিনয় চোখে লাগে। টাইটেল ট্রাক ছাড়া হিমেশ রেশমিয়ার মিউজিকও দাগ কাটে না। সব মিলিয়ে এই সিনেমা এতোটাই নিরাশ করে যে সিনেমা দেখার পরে সালমান খানের অন্ধ ভক্তদেরও মুখ ফ্যাকাশে হয়ে যায়।

এনডিটিভি থেকে ভাষান্তর: রবিউল কমলfavicon

Sharing is caring!

Leave a Comment