২০০ কোটি ছাড়িয়ে গেল ‘দিলওয়ালে’

২০০ কোটি ছাড়িয়ে গেল ‘দিলওয়ালে’

বিনোদন ডেস্ক : চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি হিসেবে মুক্তির আগেই নাম করে নিয়েছিল রোহিত শেঠির পরিচালনায় শাহরুখ-কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে’। মুক্তির প্রথম সপ্তাহে শুধু ভারতেই একশো কোটি রুপি আয় করার পর এবার বিশ্বব্যাপী ছবিটি ২০০ কোটি রুপিও ছাড়িয়ে গেল।

জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে বহুল আলোচিত বলিউডের দুই ছবি। একটি শাহরুখ কাজল অভিনীত ‘দিলওয়ালে’ এবং অন্যটি রনবীর সিং, দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বাজিরাও মাস্তানি! মুক্তি পাওয়া ‘দিলওয়ালে’ শুধুমাত্র ভারতেই গত নয় দিনে আয় করেছে ১১৬ কোটি রুপি। সব মিলিয়ে ভারতসহ বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ২৩৪ কোটি রুপি। ‘দিলওয়ালে’ মুক্তির প্রথম দিনে আয় করে ২১ কোটি রুপি দিয়ে শুরু করলেও ধীরে ধীরে বক্স অফিসে ছবিটির আয় কমতে থাকে। অন্যদিকে মুক্তির প্রথম সপ্তাহে শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’ দাপট নিয়ে চললেও দ্বিতীয় সপ্তাহে লড়াইয়ে ফিরে এলো মেধাবী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ছবি ‘বাজিরাও মাস্তানি’।

দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন ছিলো শুক্রবার, বড়দিন। আর এই দিনেই প্রতমবার ‘দিলওয়ালে’কে হারিয়ে বক্স অফিস দখলে নিয়েছে দীপিকার মাস্তানি। এদিন দিলওয়ালে সাড়ে আট কোটি রুপি আয় করলেও বাজিরাও মাস্তানি ১২ কোটি রুপি আয় করে প্রথমবার টেক্কা দেয়। আর গতকালও সেই দাপট অব্যাহত রাখলো বানসালির ‘মাস্তানি’। মুক্তির নবম দিনে ‘দিলেওয়ালে’ আয় করেছে ৬ কোটি রুপি। আর অন্যদিকে ‘বাজিরাও মাস্তানি’ আয় করেছে ১০ কোটি রুপি।

উল্লেখ্য, শাহরুখ ও কাজল ছাড়াও ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করেছেন বরুন ধাওয়ান, কৃতি স্যানন, বোমান ইরানি এবং জনি লিভার।favicon5

Sharing is caring!

Leave a Comment