নুসরাতের ভালবাসা ঘুম

নুসরাতের ভালবাসা ঘুম

একবার ফুটপাথে বসে আড্ডা দিতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি! ঘুম নিয়ে এমন সব মজার গল্প বললেন নুসরাত জাহান।

ঘুমের সময় :

  • ঘুম আমার সবচেয়ে প্রিয় কাজ। চাইলে আমি সারাদিন ধরে ঘুমাতে পারি। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে, দিনে সব মিলিয়ে চার ঘণ্টার বেশি ঘুমাতে পারি না। একসঙ্গে দুটি ছবির শুটিং চলছে। এছাড়া নিজের প্রচুর কাজ জমে গেছে। কিন্তু ঠিক মতো ঘুমাতে না পারলে আমার খুব রাগ হয়। এখনো আমি ভয়ঙ্কর রেগে আছি নিজের উপর। আজো ঠিক মতো ঘুম হয়নি।

যখন তখন ঘুম :

  • হ্যাঁ সেটা পারি। তবে ফ্লাইট, ট্রেন বা গাড়িতে আমার ঘুম হয় না। শুটিংয়ের ফাঁকে আমি ঘুমাই। একবার কোনো একটি সিনেমার শুটিংয়ের জন্য বিদেশ গিয়েছি, শুটিং শেষে সবাই মিলে ফুটপাথে আড্ডা দিচ্ছে। আমিও ছিলাম সেই আড্ডায়। কিন্তু আড্ডায় বসে আমি ঘুমিয়ে পড়ি। শেষে পরিচালক রবি কিনাগি এসে আমাকে ডেকে তোলেন।

ঘুমের দেশে :

  • আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমাকে ডেকে তোলা বেশ কষ্টসাধ্য ব্যাপার। কতবার এমন হয়েছে যে, গাড়ি অপেক্ষা করে আছে আর আমি মোবাইল সাইলেন্ট মোডে রেখে ঘুমিয়ে পড়ি। শেষে বাবা মা প্রায় ঢাক-ঢোল পিটিয়ে আমার ঘুম ভাঙায়।

ঘুমের বিছানা :

  • খুব নরম বিছানায় শোওয়া একেবারেই উচিত নয়। এতে কোমরে ব্যথা হয়। তাই আমার বাড়ির বিছানা একটু শক্তই। তবে হোটেলে গেলে তো আর নিজের ইচ্ছে মতো নরম বা শক্ত বিছানা হয় না, তাই তখন যেমন বিছানা পাই তাতেই ঘুমিয়ে পড়ি। আমি আবার পাশবালিশ ছাড়া একদমই ঘুমাতে পারি না। তাই আউটডোরে গেলে নিজস্ব একটি কুশন ক্যারি করি। হোটেলের রুমে ওটাই আমার পাশবালিশ।

স্বপ্নের আনাগোনা :

  • না স্বপ্ন-টপ্ন আমার মনে থাকে না। আসলে আজকাল এতো ব্যস্ত থাকি যে, শুলেই গভীর ঘুমে তলিয়ে যাই। স্বপ্ন আমার ঘুমের মধ্যে হানা দিতে ভয় পায় আর কী!

মূল সাক্ষাৎকার: ঋষিতা মুখোপাধ্যায়
অণুলিখন : রবিউল কমল favicon5

Sharing is caring!

Leave a Comment