হুমায়ূন চলচ্চিত্র উৎসব শুরু
বিনোদন ডেস্ক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ (২৩ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ‘হুমায়ূন আহমেদ চলচ্চিত্র উৎসব’। দু’দিনের এই উৎসবের আয়োজন করেছে চোখ ফিল্ম সোসাইটি।
উৎসবে নন্দিত এই কথাশিল্পী ও নির্মাতার চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে আয়োজকরা জানান। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে আজ বিকেল ৩টায় ‘চন্দ্রকথা’ চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসব। দিনের দ্বিতীয় আয়োজনে সন্ধ্যা ৬টায় দেখানো হয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ চলচ্চিত্রটি। আগামীকাল বিকেলে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’। উৎসবের শেষ আয়োজন হিসেবে সন্ধ্যায় দেখানো হবে হুমায়ূন আহমেদ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’।