‘কয়লা’তে মৌসুমী হামিদ
বিনোদন ডেস্ক : সুমন আনোয়ারের চলচ্চিত্র ‘কয়লা’তে অভিনয় করবেন মৌসুমী হামিদ। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে কুয়াকাটায় শুরু হবে সিনেমাটির শুটিং।
নির্মাতা সুমন আনোয়ার জানান, ‘জানুয়ারির প্রথম দিন থেকেই পুরোদমে ছবির প্রস্তুতি নেওয়া শুরু করবো। সবগুছিয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই শুটিংয়ে নামবো। পুরো বছরটা ‘কয়লা’র পেছনে উৎসর্গ করবো। ছবিটির শুটিং, বিপণনসহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাঠানোর যাবতীয় কাজে বছরটা ব্যয় করবো।’
মৌসুমী হামিদ ছাড়াও আরো অভিনয় করছেন মোশাররফ করিম, রওনক হাসান, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, দিলারা জামান প্রমুখ। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	