নতুন বছরে মৌমিতার ‘মাটির পরী’
বিনোদন ডেস্ক : নতুন বছরের প্রথম দিনই মুক্তি পাচ্ছে সায়মন তারিক পরিচালিত চলচ্চিত্র ‘মাটির পরী’। ছবিটিতে অভিনয় করেছেন মৌমিতা মৌ।
‘মাটির পরী’ সম্পর্কে নায়িকা মৌমিতা মৌ বলেন, ‘চলচ্চিত্রকে ভালোবাসি অভিনয়কে ভালোবাসি বলে কাজ করে যাচ্ছি। অনেক স্বপ্ন নিয়ে এখানে কাজ করছি। এরই মধ্যে অনেক ছবিতে কাজের জন্য যুক্ত হওয়ায় নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ছে। মনে হচ্ছে অবশ্যই আমি চলচ্চিত্রের জন্য পারফেক্ট। না হলে আমাকে পরিচালকরা নিচ্ছেন কেন? আমি না হয় নতুন কাজ করতে এসেছি কিন্তু যাদের ছবিতে কাজ করছি তারা সবাই তো অনেক পুরোনো ও স্বনামধন্য পরিচালক।’
বছরের প্রথম দিনেই ছবির মুক্তির বিষয়ে মৌমিতা বলেন, ‘সায়মন তারিক স্যার এফডিসির স্বনাম ধন্য পরিচালক। ছবিতে আমার নায়ক সাইমন ভাই। তার সঙ্গে আগেও একটি ছবিতে কাজ করেছি। আমাদের মধ্যে বোঝাপড়াটা অনেক ভালো। দর্শকদের বলব আপনার হলে এসে ছবি দেখুন। আসুন আমরা সবাই মিলে চলচ্চিত্রের ভালো দিন ফিরিয়ে দেই।’
মাল্টিমিডিয়া প্রোডাকশন প্রযোজিত এই ছবির গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুদীপ কুমার দীপ ও এ মিজান। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, আহমেদ শরীফ, আলেকজান্ডার বো, সুব্রত, বনশ্রী, রেবেকা, মুক্তা হাসান, শিশির। এ ছাড়া ছবির আইটেম গানে পারফর্ম করেছেন বিপাশা কবির।![]()
