সেরা তিনে বাংলাদেশের দুই সিনেমা
বিনোদন ডেস্ক : ২০১৫ সালের সেরা তিন বাংলা সিনেমার দুটিই বাংলাদেশের। মঙ্গলবার বিকেলে তালিকাটি প্রকাশ হয় এশিয়ান সিনেমা নামের ফেসবুক পাতায়।
প্রথম সিনেমাটি হলো আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’, এরপর রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’। তৃতীয় সিনেমাটি হলো ভারতের আদিত্য বিক্রম সেনগুপ্তের ‘লেবার অব লাভ’ (আসা যাওয়ার মাঝে) । এশিয়ান সিনেমা ফেসবুক পাতার সঙ্গে যুক্ত আছেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক প্রেমেন্দ্র মজুমদার। মঙ্গলবার তিনি তালিকাটি নিজের ফেসবুক পাতায় শেয়ার করেন। এর আগে ডিসেম্বরের শেষদিকে এশিয়ান সিনেমা পাতায় প্রকাশ হয় ভারতীয় উপমহাদেশের সমকালীন গুরুত্বপূর্ণ ১০ নারী নির্মাতার তালিকা। সে তালিকার প্রথমেই ছিল ‘আন্ডার কনস্ট্রাকশন’ নির্মাতার নাম। সিনেমাটি ২২ জানুয়ারি ঢাকার চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ১৮ জানুয়ারি একই উৎসবে বিনামূল্যে ‘আন্ডার কনস্ট্রাকশন’ দেখার সুযোগ পাবেন নারী দর্শকরা।

এ দিকে ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ উদ্বোধন হবে ‘আন্ডার কনস্ট্রাকশন’ সিনেমার মাধ্যমে। একই উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	