সুন্দর করে বাংলা বলতে পারা একটি বড় গুণ : সজল

সুন্দর করে বাংলা বলতে পারা একটি বড় গুণ : সজল

বিনোদন ডেস্ক :  জনপ্রিয় অভিনেতা অবদুন নূর সজল। অভিনয় গুনে ইতোমধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ছোট পর্দা ও বড় পর্দায় দেদারছে অভিনয় করে যাচ্ছেন এ অভিনেতা। আজ তার জন্মদিন। জন্মদিনে তার সাথে কথা বলেছেন এস এম রাসেল


  • শুভ জন্মদিন , কেমন  আছেন ?

-ধন্যবাদ। ভালো আছি।

  • আপনার সবচেয়ে কাছের মানুষ কারা?

-আমার কাছের মানুষ অনেকই। এতো দীর্ঘদিনের পথ চলাতে যাদের হাত ধরে বড় হয়েছি, যারা এখনো সঙ্গে আছেন, পাশে আছেন মূলত তারাই আমার কাছের মানুষ। আমি তাদের কাছ থেকে প্রতিনিয়ত ভালাবাসা পেয়ে যাচ্ছি।

  • জন্মদিনটা কিভাবে শুরু করেন ?

-আসলে শুরুটা স্বাভাবিকভাবেই করতে হয় । কিন্তু রাতটা দেরিতে হয় আরকি । দেখা যায় অনেকর কল আসে, অনেক টেক্সট আসে। আমি চেষ্টা করি সেগুলোর রিপ্লাই দিতে।

  • এবারের জন্মদিনটা আপনি  কিভাবে কাটাবেন?

-এবারের দিনটা শুটিং করেই পার করতে হবে। কারন অনেক আগেই কথা দিয়ে ফেলেছি। অবশ্য তখন আমার এই দিনটার কথা মনেই ছিল না। তাই শুটিং স্পটে সবার সাথে মজা করেই জন্মদিন পালন করবো ইনশাল্লাহ।

  • এই  দিনে কার সাথে সময় কাটাতে ভালো  লাগে ?

এটা বলা বেশ মুশকিল কারণ আমার প্রিয় মানুষের সংখ্যা অনেক । তবে প্রিয় মানুষগুলোর সানিধ্যে থাকতেই ভালো লাগে। নিজের পরিবারের সাথে থাকতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগে। এছাড়া এ দিনে নিজের বন্ধুদেরও খুব মিস করি।

  • আপনার কাছে কার উপহার সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় ?  abdun noor Shajal1

-যে মূল্যবান উপহারটা দেয় তারটা।

  • আপনার প্রিয় জায়গার নাম কি?

আমার অলটাইম ফেভারিট হচ্ছে কক্সবাজার।

  •  আপনার জীবনের সেরা উপহার কোনটি? 

-আমি ছবি আঁকতে ভালোবাসতাম তাই আমার বোন ওর পকেট মানি টাকা দিয়ে আমাকে একটা পেন্সিল বক্স কিনে দিয়েছিল। সেই পেন্সিল বক্সটা এখনো আমার কাছে আছে। আমি মনে করি এটিই আমার পাওয়া সেরা উপহার।

  • আপনার জন্ম তারিখ ২০ ফেব্রুয়ারী । সুতরাং ২০  সংখ্যাটি আপনার  কাছে কি গুরুত্ব বহন করে? 

-২০ সংখ্যাটি বিশেষ কোনো গুরুত্ব বহন করে কি না আমি জানি না, তবে আমার কাছে মনে হয় আল্লাহ্‌’র দুনিয়ায় সবগুলো দিন সমান ।

  • ভাষার মাসে আপনার জন্ম, এটি নিয়ে আপনার অনুভূতি কি ?

নিজের কাছে অনেক ভালো লাগে। তবে আমাদের বাংলা ভাষা এতো সমৃদ্ধ ভাষা  হওয়া সত্তেও আমরা গুরুত্ব রক্ষা করতে পারিনি। এটা আমার কাছে দুঃখজনক মনে হয়। আমি মানি যে ইংরেজি ভালো জানতে পারাটা অবশ্যই একটি ভালো গুণ। তবে যে সুন্দর করে বাংলা বলতে পারে, সুন্দর করে গুছিয়ে লিখতে পারে আমার কাছে তাকেই বেশি ভালো লাগে।

  • আপনার ভক্তদের সম্পর্কে আপনার  বক্তব্য কি ?

-সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।

  • আপনার পরবর্তী সিনেমা কেমন হবে ?

-চেষ্টা করছি ভিন্ন ধরনের কিছু করার।

  • আপনি নিজে কোন ধরনের সিনেমা বেশি পছন্দ করেন ?

আমি ব্যক্তিগতভাবে কমেডি এবং অ্যাকশান সিনেমা বেশি পছন্দ করি ।

  • আপনি কার অভিনয় বেশি পছন্দ করেন  ?

আমার পছন্দের তালিকায় আছেন আমির খান, রনবির কাপুর, টম হেন, অমিতাভ বচ্চন, আমাদের দেশের আফজাল হোসেন, আলী জাকের,নূর আঙ্কেল, ফরিদি আঙ্কেল, এমন আরও অনেকের অভিনয় আমার ভাল লাগে । মেয়েদের মধ্যে শমী কায়সারকে খুব ভালো লাগে।

Sharing is caring!

Leave a Comment