শুরু হচ্ছে ‘তারেক মাসুদ উৎসব’
মো. সাইফ : তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘তৃতীয় তারেক মাসুদ উৎসব’। তারেক মাসুদের জন্মদিন ঘিরে এই আয়োজন হয়েছিল ২০১৩ এবং ২০১৪ সালেও। প্রাসঙ্গিক কিছু কারণে গুণী এই চলচ্চিত্রকার স্মরণে জন্মদিন ঊপলক্ষে এবারের আয়োজনটি খানিক পিছিয়ে দিতে হয়েছে।
১২ মার্চ উৎসবের প্রথম দিন থাকছে তারেক মাসুদ স্মারক বক্তৃতা পর্ব। সত্যজিৎ রায় ফিল্মস ইন্সটিটিউট এর অধ্যাপক বীরেন দাশ শর্মা বক্তব্য রাখবেন ‘হলিউডের প্রাচ্যদর্শন’ বিষয়ের উপর। শিল্পকলা একাডেমির সেমিনার হলের স্মারক বক্তৃতায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ অন্যান্য ইউরোপীয়ান চলচ্চিত্রের প্রামাণ্য ক্লিপিং এর সাথে ভারতীয়/এশীয় দর্শকদের প্রতিক্রিয়াও সন্নিবেশিত হবে।
১৩ মার্চ উৎসবের শেষ দিনে থাকছে, ৩য় তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা। জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এটি। এবারের বিষয় ‘ন্যায়বিচার আমার অধিকার’। আয়োজকরা জানিয়েছেন, তারেক মাসুদের জন্মদিনকে ঘিরে একটি অর্থপূর্ণ আয়োজনের অংশ হিসেবে মূলত তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার প্রবর্তন। তরুণ নির্মাতাদের উৎসাহ প্রদান এর প্রধান উদ্দেশ্য।
প্রতিযোগিতায় সেরা হওয়া ১০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে দর্শকদের জন্য। সেরা দশ নির্মাতা পাবেন- সার্টিফিকেট, ক্রেস্ট এবং বিশেষ উপহার। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া নির্মাতা পাবেন পাঠশালা ফিল্ম অ্যান্ড মিডিয়া স্কুলের পক্ষ থেকে বিশেষ বৃত্তি। আর প্রথম স্থান অধিকারী নির্মাতা সব কিছুর সাথে পাবেন- তারেক মাসুদ ইয়াং ফিল্মমেকার্স অ্যাওয়ার্ড।
পুরোদস্তুর সিনেমার মানুষ তারেক মাসুদের মৃত্যুও হয় সিনেমার কাজ করতে গিয়েই। ২০১১ সালের ১৩ই আগস্ট ‘কাগজের ফুল’ নামক একটি চলচ্চিত্রের জন্য শ্যুটিং লোকেশন দেখে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হন। উল্লেখ্য, তারেক মাসুদের চলচ্চিত্র ‘মাটির ময়না’ কান চলচ্চিত্র উৎসবে বিদেশী ভাষার চলচ্চিত্র ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে অ্যাকাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।