স্বর্ণপদক পাচ্ছেন ফারুক
বিনোদন ডেস্ক
চিত্রনায়ক ফারুককে স্বর্ণপদক দিতে যাচ্ছে বিবার্তা নামের একটি অনলাইন পোর্টাল।মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী এ দেশের চলচ্চিত্রে বিশেষ ভূমিকার জন্য তাঁকে এ পদক দেবে প্রতিষ্ঠানটি।
আগামীকাল (১৩ এপ্রিল) রাজধানীর শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেবেন সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন।
পদক পাওয়া বিষয়ে ফারুক বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে অবদান রাখার জন্য বিবার্তা স্বর্ণপদক দিচ্ছে, বিষয়টি জানার পর থেকে ভালো লাগছে। তবে আমার প্রত্যাশা থাকবে যাদের সবাই চিনে শুধু তাদেরই নয়, সমাজে এমন অনেক মানুষ আছে যাদের দেশ গড়ার ক্ষেত্রে অনেক অবদান আছে। সেসব মানুষকে খুঁজে বের করে পুরস্কৃত করতে হবে। তাহলেই আমরা আমাদের দায়িত্ব কিছুটা হলেও পালন করতে পারব।’
ফারুক ছাড়াও অদম্য সাহসী যোদ্ধা চট্টগ্রামের রমা চৌধুরী, সাংবাদিকতায় তৌফিক ইমরোজ খালিদী, আইসিটিতে কবির বিন আনোয়ার এবং খেলাধুলায় মাশরাফি মুর্তজাকে স্বর্ণপদক দিচ্ছে বিবার্তা।