আবারো একসঙ্গে ওমর সানী-মৌসুমী
- বিনোদন ডেস্ক
দীর্ঘ বিরতির পর আবারো চলচ্চিত্রে জুটি বাঁধছেন ওমর সানি ও মৌসুমী। ‘হারজিৎ’ নামে একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা। সিনেমাটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন।
পরিচালক জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটিতে আরো অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও নায়িকা মাহিয়া মাহি।
এ ব্যাপারে পরিচালক খোকন গণমাধ্যমকে জানান, “ওমর সানি-মৌসুমী বেশ সফল জুটি। তারা একসময় খুবই জনপ্রিয় ছিল সিনেমা জগতে। তবে অনেকদিন হল এই জুটিকে একসাথে সিনেমার পর্দায় দেখা যায় না। যদিও তার একসঙ্গে বেশ কিছু টেলিফিল্মে কাজ করেছেন। আমি ‘হারজিৎ’ সিনেমায় এই জুটিকে আবারো হাজির করতে চলেছি। আমার বিশ্বাস আমার প্রচেষ্টা সফল হবে।”