এবার ইরানে পুরস্কৃত ‘এ লেটার টু গড’
- বিনোদন ডেস্ক
ইরানের সিরাজ শহরে অনুষ্ঠিত সেকেন্ড ইয়ুথ ক্যাপিটাল ফিল্ম ফেস্টিভালে ডিরেকটিং অন এ বেস্ট স্ক্রিপ্ট ক্যাটাগরিতে সেরা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছে বাংলাদেশের চলচ্চিত্র এ লেটার টু গড। চলচ্চিত্রটির পরিচালক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী হেমন্ত সাদীক উৎসবে অংশ নিয়ে পুরস্কার গ্রহণ করতে পারেননি; তবে পুরস্কারের অর্থমূল্য, সনদ ও সম্মাননা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্প্রতি তার হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে হেমন্ত সাদীক বলেন, বাংলাদেশ ও ইতালির যৌথ প্রযোজনায় নির্মিতব্য আমার পরবর্তী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকায় ইরানের ফিল্ম ফেস্টিভালে গিয়ে পুরস্কার গ্রহণ করতে পারিনি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তার কাছে পুরস্কার পাঠানোর জন্য তিনি উৎসব কমিটিকে ধন্যবাদ জানান। তরুণ এ পরিচালক আরও বলেন, ইরান আর হলিউড একেবারেই ভিন্ন রুচির দু’টি বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি। এই দুটি জায়গা থেকেই এ লেটার টু গড পুরস্কার পেয়েছে। এ ধরনের স্বীকৃতি ও পুরস্কার নতুন কিছু করার সাহস যোগায়।
এ লেটার টু গড গত বছর হলিউডের গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভালে বেস্ট ড্রামা পুরস্কার লাভ করে। এছাড়াও ছলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক, সেরা চলচ্চিত্র, জুরি মেনশন, সেরা অভিনেত্রীসহ নানা ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। সিনেমা বাংলাদেশ নিবেদিত প্রতিযোগিতায় আঠারোটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এলেটার টু গড।