লিওনার্দো ডিক্যাপ্রিও ভারতে আসছেন
বিনোদন ডেস্ক: হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এ মাসেই ভারতে আসছেন। বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ূ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ বিপর্যয় রোধ নিয়ে আরও সক্রিয়ভাবে কাজ করতে ভারতে আসার সফরসূচি ঠিক করেছেন তিনি। সংবাদ বিজনেস অব সিনেমা।
দিল্লিতে টানা চার দিনের সফরে তিনি পরিবেশ বিপর্যয় নিয়ে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের ডিরেক্টর জেনারেল সুনিতা নারাইনের সঙ্গে আলোচনা করবেন। বৈশ্বিক উষ্ণতার কারণে পরিবেশ যে আশঙ্কাজনক ভাবে ঝুঁকির মধ্যে পড়েছে, তা নিয়েই ‘দ্য ইলেভেন্থ আওয়ার’ নামের একটি সচেতনতামূলক ডকুমেন্টারি তৈরি করেছেন লিওনার্দো। একই বিষয়ে নতুন আরেকটি ডকুমেন্টারি তৈরির পরিকল্পনা নিয়ে সুনিতা নারাইনের সাঙ্গে আলোচনা করতে ভারতে আসছেন তিনি।
দিল্লি বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে অন্যতম। তাই সুনিতা নারাইন চান, ভারতের এ সমস্যা বহির্বিশ্বের নজরে আসুক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া তরান্বিত হোক। এ কারণে জাতিসংঘের শান্তি এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রতিনিধি লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথে আলোচনায় আগ্রহী তিনি।
জাতিসংঘের হয়ে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে কাজ করতে ডিক্যাপ্রিও এতটাই ভালোবাসের যে নিজে পরিবেশের উন্নয়নের জন্য চালু করেছেন অজস্র ফাউন্ডেশন। সুনিতা নারাইনও ভারতের গুনী মানুষ, এরই মধ্যে পদ্মশ্রী উপাধি পেয়েছেন তিনি। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	