প্রথমবার একসাথে নিরো এবং এনিস্টন
বিনোদন ডেস্ক: ‘দ্য কমেডিয়ান’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কিংবদন্তি অভিনেতা রবার্ট ডি নিরো ও জেনিফার এনিস্টন। এর মধ্য দিয়ে তারা প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন।
মজার বিষয় হলো, তারা পরস্পরের বিপরীতে অভিনয় করবেন ওই সিনেমায়। ৪৬ বছর বয়সী জেনিফারের সঙ্গে ৭২ বছর বয়সী রবার্টের দেখা হয় একটি বিয়ের অনুষ্ঠানে। প্রথম দেখায় তারা পরস্পরের প্রেমে পড়ে যান। এরপর ঘটতে থাকে মজার সব ঘটনা। সিনেমায় রবার্ট ডি নিরোর চরিত্রও কমেডিয়ানের। তবে এমন চরিত্রে তিনি এবারই প্রথম নন।
১৯৮২ সালে তাকে ‘দ্য কিং অব কমেডি’তে স্ট্যান্ড আপ কমেডি করতে দেখা যায়। ওই সিনেমায় তার বিপরীতে ছিলেন জেরি লুইস। পরিচালনা করেন মার্টির স্করসিস। শিগগিরই শুটিং ফ্লোরে গড়াবে ‘দ্য কমেডিয়ান’।
জেনিফার বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘মাদারস ডে’ ও ‘দ্য ইয়েলো বার্ডস’ চলচ্চিত্র নিয়ে। অন্যদিকে রবার্ট ডি নিরো ব্যস্ত আছেন ‘জয়’ ও ‘ডার্টি গ্র্যান্ডপা’ নিয়ে। 

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	