ওভারপেইডে প্রথম জনি ডেপ

ওভারপেইডে প্রথম জনি ডেপ

বিনোদন ডেস্ক : ২০১৫ সালের ‘মোস্ট ওভারপেইড’ তারকার শীর্ষে রয়েছেন ‘সিক্রেট উইন্ডো’ তারকা জনি ডেপ। চলতি বছরের জুনের আগে তার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। আর প্রতি ১ ডলার পারিশ্রমিকের বিপরীতে ফেরত এসেছে মাত্র ১ দশমিক ২ ডলার। ২০১৪ সালের একই তালিকায় জনি ছিলেন দ্বিতীয় অবস্থানে।

জনির ৬ কোটি ডলার বাজেটের ‘মর্টডেকাই’ আয় করে মাত্র ৪ দশমিক ৭৪ কোটি ডলার। অন্যদিকে ১০ কোটি ডলার ‘ট্রানসেন্ডেন্স’ ফেরত আনে ১০ দশমিক ৩ কোটি ডলার। তার হাতে বর্তমানে রয়েছে ডিজনি বড় বাজেটের সিক্যুয়াল ‘এলিস থ্রু দ্য লুকিং গ্লাস’ ও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড মেন টেল নো টেইলস’।

পরের অবস্থানে আছেন ডেনজেল ওয়াশিংটন। তার ঝুলিতে বড় কোনো ফ্লপ নেই চলতি বছরে। ডেনজেল অভিনীত ৫ দশমিক ৫ কোটি ডলারের সিনেমা ‘দ্য ইকুলাইজার’ আয় করে ১৯ দশমিক ২৩ কোটি ডলার। প্রতি ১ ডলার পারিশ্রমিকের বিপরীতে তিনি ফিরিয়ে দেন সাড়ে ৬ ডলার।

তালিকায় থাকা অন্য তারকারা হলেন— উইল ফেরেল (৬.৮), লিয়াম নেসন (৭.৮), উইল স্মিথ (৮.৬), ক্রিশ্চিয়ান বেইল (৯.২), চ্যানিং টাটুম (১০.৮), ব্র্যাড পিট (১২), বেন অ্যাফ্লেক (১২.৩) ও টম ক্রুজ (১৩.৬)। favicon5

Sharing is caring!

Leave a Comment