অতঃপর ‘মিস ইউনিভার্স’ ফিলিপাইনের পিয়া
বিনোদন ডেস্ক : ফিলিপাইনের পিয়া আলোনজো ওয়ারৎজব্যাচ এ বছরের ‘মিস ইউনিভার্স’ নির্বাচিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে রোববার এক অনুষ্ঠানে তার নাম ঘোষণা করেন কৌতুকাভিনেতা স্টিভ হার্ভে। তবে এর আগে তিনি ভুলক্রমে মিস ইউনিভার্স হিসেবে মিস কলম্বিয়া আরিআন্দা গুতিয়েরজারের নাম ঘোষণা করেছিলেন।
এ বছর ৮৩ টি দেশের ১৯ থেকে ২৭ বছর বয়সী নারীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। শেষ পর্যন্ত শীর্ষ পাঁচে ছিলেন কলম্বিয়ার আরিয়াদনা গুটিএরিজ, যুক্তরাষ্ট্রের অলিভিয়া জর্ডন,অস্ট্রেলিয়ার মনিকা রাদুলোভিক, ফ্রান্সের ফ্লোরা কোকিউরেল ও ফিলিপাইনের পিয়া অ্যালোনজো।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাসিফিক মিলসের উদ্যোগে ১৯৫২ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। প্রথমে গোল্ডেন লেডির অঙ্গ সংগঠন কেসার-রথ এবং পরবর্তীতে গাল্ফ অ্যান্ড ওয়েস্টার্ন ইন্ডাস্ট্রিজ কর্তপক্ষের মাধ্যমে প্রতিযোগিতাটি পরিচালিত হয়েছিল।
১৯৯৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রিয়াল-এস্টেট ব্যবসায়ী, টেলিভিশন ব্যক্তিত্ব এবং লেখক ডোনাল্ড ট্রাম্প এর দায়িত্বভার গ্রহণ করেন।