রেকর্ড গড়ল ‘দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’
বিনোদন ডেস্ক : ১২ দিনে বিশ্বব্যাপী ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ আয় করেছে ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলারের বেশি। এতো কম সময়ে আর কোনো সিনেমা এ মাইলফলক অতিক্রম করতে পারেনি। দ্বিতীয় উইকএন্ডে সবচেয়ে বেশি আয়ের সিনেমাসহ দখলে নিয়েছে ৩৭টি রেকর্ড।
সিনেমাটি দক্ষিণ আমেরিকায় রোববার পর্যন্ত আয় করেছে ৫৪.৪ কোটি ডলার। আন্তর্জাতিক বাজার থেকে তুলে এনেছে ৫৪.৬ কোটি ডলার। সব মিলিয়ে আয় দাঁড়িয়েছে ১০০ কোটি ডলারের বেশি। স্থানীয় বাজারে দ্বিতীয় উইকএন্ডে সিনেমাটির আয় ১৫ কোটি ডলার। যা বছরের সর্বোচ্চ দ্বিতীয় উইকএন্ড। স্থানীয় আয়ে চলতি বছরের শীর্ষ আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ‘দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’। বিশ্বব্যাপী আয়ে রয়েছে ১৫তম অবস্থানে। সব মিলিয়ে সিনেমাটির দখলে গেছে ৩৭টি রেকর্ড।
হলিউডের সবচেয়ে বেশি আয়ের সিনেমা ‘অ্যাভাটার’। দক্ষিণ আমেরিকায় সিনেমাটি আয় করেছে সাড়ে ৭৬ কোটি ডলার। তার থেকে মাত্র ২১ কোটি ডলার পিছিয়ে আছে ‘দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’। এখন দেখার পালা জেমস ক্যামেরনের সিনেমাটিকে হারাতে পারে কি-না!