‘ডক্টর স্ট্রেঞ্জ’-এ ক্যাম্বারব্যাচ
বিনোদন ডেস্ক : অবশেষে মার্ভেলের সুপারহিরোর পোশাক গায়ে জড়ালেন ‘শার্লক’ সিরিজ খ্যাত বেনেডিক্ট ক্যাম্বারব্যাচ। ডক্টর স্ট্রেঞ্জ চরিত্রে তাকে কেমন দেখাবে— তা জানতে ভক্তদের কৌতুহলের অন্ত ছিল না। এবার তার অবসান হলো।
এন্টারটেইনমেন্ট উইকলিতে ‘ডক্টর স্ট্রেঞ্জ’র ফার্স্টলুক প্রকাশ হয়েছে সোমবার। ম্যাগাজিনটির নতুন সংখ্যার প্রচ্ছদ রচনাও সিনেমাটি নিয়ে। তাতে দেখা গেল নীল পোশাক ও দাড়িতে নতুন এ সুপারহিরোকে। তার গায়ে জড়ানো রয়েছেন সিগনেচার মার্ক লাল আলখেল্লা। আর পুরোপুরি কমিক বুকের সঙ্গে মিলে গেল কাম্বারব্যাচের ভাব-ভঙ্গি। ক্যাম্বারব্যাচ জানান, নতুন চরিত্রটিতে তিনি এখনো শেখার পর্যায়ে আছেন। আশা করছেন শেষ পর্যন্ত চমৎকার কিছু হবে।
সিনেমাটির গল্প আত্মমগ্ন নিউরোসার্জন ড. স্টিফেন ভিনসেন্টকে নিয়ে। যিনি এক গাড়ি দুর্ঘটনার পর কিছু অদ্ভুত ক্ষমতার অধিকারী হন। তখন তার নাম হয় ডক্টর স্ট্রেঞ্জ। মার্ভেল কমিকসে চরিত্রটি যোগ হয় ১৯৬৩ সালে। ডক্টর স্ট্রেঞ্জের ছবি যৌথভাবে আঁকেন স্টান লি ও স্টিভ ডিটকো। ‘ডক্টর স্ট্রেঞ্জ’ পরিচালনা করছেন ‘সিনিস্টার’খ্যাত স্কট ডেরিকসন। আরও অভিনয় করছেন টিলডা সোয়নটন, র্যাচেল ম্যাকঅ্যাডামস, চিউটেল এজিওফর ও ম্যাডস মিকলস্টন।
চলতি বছরের ৪ নভেম্বর নেপালের কাটমাণ্ডুতে সিনেমাটির শুটিং শুরু হয়। পরবর্তীতে শুটিং হবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও হংকংয়ে। ‘ডক্টর স্ট্রেঞ্জ’ মুক্তি পাবে ২০১৬ সালের ৪ নভেম্বর।