‘দ্য গুড ডাইনোসর’

‘দ্য গুড ডাইনোসর’

বিনোদন ডেস্ক : রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে ‘দ্য গুড ডাইনোসর’। থ্রি-ডি ভার্সনের অ্যানিমেটেড চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে ডিজনি ও পিকচার্স। এর কাহিনি শুরু অরলো নামের এক ছোট্ট ডাইনোসরকে নিয়ে, যে এক দুর্ঘটনায় তার বাবাকে হারায়।

অরলো ডাইনোসরের চরিত্রে কণ্ঠ দিয়েছেন শিশু অভিনেতা রেয়মন্ড অশোয়া। আর স্পটের চরিত্রটিকে রূপদান করেছেন জ্যাক ব্রাইট। এছাড়া অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন জেফ্রি রাইট, স্টিভ য্যান, অ্যানা প্যাকুইন, ডিরেক্টর পিটার সনসহ আরো অনেকে। সিনেমার কাহিনীতে দেখা যাবে, একদিন ঘুরে বেড়ানোর সময় পাথরে পা পিছলে গড়িয়ে পড়তে থাকে অরলো। এরপরই সে নিজেকে আবিষ্কার করে নিজের পরিচিত পরিবেশ থেকে অনেক দূরে। নিজের ভূমিতে ফিরে যাওয়ার অভিযানের পথে হঠাৎই তার দেখা হয় এক ছোট্ট গুহামানবের সঙ্গে। সেই গুহামানবের নাম রাখে সে স্পট।

এরপর থেকেই শুরু হয় ইতিহাস বদলে যাওয়ার কাহিনী। ইতিহাসের পাতায় যে ডাইনোসরকে হিংস্র-বর্বর বলে আখ্যায়িত করা হয়েছে সেই ডাইনোসরের সঙ্গেই মানুষের বন্ধুত্বের কাহিনীর রঙিন হয়ে স্থান নেয় রূপালি পর্দায়।favicon5

Sharing is caring!

Leave a Comment