ভেঙে যেতে পারে ‘অ্যাভাটার’-এর রেকর্ড!
বিনোদন ডেস্ক : উত্তর আমেরিকার বাজারে ‘টাইটানিক’ ও ‘জুরাসিক ওয়ার্ল্ড’কে হারিয়ে দিয়েছে ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’। এবার পেছনে ফেলতে যাচ্ছে সবচেয়ে হিট সিনেমা ‘অ্যাভাটার’কে।
সাই-ফাই লাইভ এনিমেশন ‘অ্যাভাটার’ উত্তর আমেরিকায় আয় করে ৭৬ কোটি ডলারেরও বেশি। নতুন বছরের প্রথম উইকএন্ডের ৮.৮৩ কোটি ডলারসহ ‘দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’র পকেটে ঢুকেছে ৭৪ কোটি ডলারের বেশি কিছু। আর একটি সপ্তাহ পার করলেই ‘অ্যাভাটার’কে হারিয়ে দেবে স্পেস ওপেরা সিক্যুয়ালটি। বিশ্বব্যাপী ১৫০ কোটি ডলারের বেশি আয় করে সিনেমাটি আছে শীর্ষ আয়ের তালিকার ৬ষ্ট অবস্থানে। আশা করা হচ্ছে শিগগিরই ‘ফিউরিয়াস ৭’ ও ‘দ্য অ্যাভেঞ্জার্স’কে হারিয়ে আরও দুই ধাপ উপরে উঠে আসবে ‘দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’।
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিশ্বের সবচেয়ে বড় বাজার চীনে মুক্তি পাবে সিনেমাটি। আশা করা হচ্ছে, সে সময় আরও কিছু রেকর্ড ঢুকবে ঝুলিতে। এমনকি ‘অ্যাভাটার’র ২৮০ কোটি ডলারের রেকর্ডকে পেছনে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না।