এমার টুইট নিয়ে বিতর্ক
বিনোদন ডেস্ক : ‘হ্যারি পটার’ সিরিজের জনপ্রিয় অভিনেতা অ্যালান রিকম্যানের মৃত্যুর পর সবাই টুইট করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন । এসব টুইটের মাধ্যমে তার জনপ্রিয়তা প্রকাশ হচ্ছে। রিকম্যানকে শ্রদ্ধা জানাতে টুইট করেছেন এমা ওয়াটসনও , তবে তার টুইটিটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তিনি রিকম্যানের একটি ছবি দিয়ে স্নেইপের একটি সংলাপ জুড়ে দিয়েছেন। স্ংলাপটি হল, ‘একজন পুরুষের নারীবাদী হওয়া দোষের কিছু নয়, আমার মনে হয়, তাতে নারী-পুরুষ সবারই লাভ হয়’।
আর এই সংলাপেই ক্ষেপেছেন রিকম্যান ভক্তরা। তার ভক্তদের দাবি, রিকম্যানের মৃত্যুকেও এমা নিজের নারীবাদী এজেন্ডার সঙ্গে যুক্ত করে নিয়েছেন। এটা ঠিক হয়নি। তবে এমার করা অন্য টুইটগুলো নিয়ে কোনো রকম সমালোচনা হয়নি। সংবাদ: টাইমস অব ইন্ডিয়া।