৩৬ বছর পর আসছে “টপ গান” এর সিক্যুয়েল
- তৌহিদুর রহমান
সময়টা ছিলো ১৯৮৬। মার্কিন নেভির বৈমানিক লেফটেন্যান্ট ‘পিট ম্যাভেরিক’ এর জীবনী নিয়ে পরিচালক টনি স্কট নির্মাণ করেন টপ গান সিনেমাটি। এই সিনেমাটি দিয়েই অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছিলেন টম ক্রুজ। অসাধারণ অভিনয় এবং দুর্দান্ত নির্মানশৈলির কারনে এখন পর্যন্ত সিনেমাটি বেশ জনপ্রিয়।
অনেক আগে থেকেই সিনেমটির ২য় পর্বের জন্য অপেক্ষায় ছিলেন দর্শকেরা । তাই টপ গান এর সিক্যুয়েল এর ঘোষণা শোনার পর থেকেই আগ্রহ আরো বেড়ে যায় ‘টপ গান’ এবং টম ক্রুজের ভক্তদের মাঝে। বহু বছর পর টমকে আবার সেই চৌকস পাইলটের রূপে দেখার জন্য সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
আগামী ২৭ মে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। সিনেমাটি ১৯৮৬ সালের ‘টপ গান’ এর সিক্যুয়েল হলেও সেই একই নামে মুক্তি পাচ্ছে মুভিটি। দর্শকদের পুরোনো আবেগ ধরে রাখতেই সিনেমাটির নাম সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। সিনেমাটি নির্মাণ করছেন বিখ্যাত হলিউড পরিচালক জোসেফ কসিন্সকি। আগের বারের মতো এবারোও সিনেমাটিতে টম ক্রুজকে দেখা যাবে বেপরোয়া মার্কিন বৈমানিক হিসেবে।
সম্প্রতি টম ক্রুজ অভিনীত “টপ গান” মুভির ট্রেইলারটি মুক্তি পেয়েছে। ট্রেইলারটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে সব ধরনের অনলাইন প্লাটফর্মে। দুই মিনিট ত্রিশ সেকেন্ডের ট্রেইলার সকল টম ক্রুজ ভক্তদের যেন ফিরিয়ে নিয়ে গিয়েছে সেই ৩৬ বছর আগের বেপরোয়া পাইলটের কাছে। যেহেতু সিনেমাটি মুক্তির দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে ট্রেইলারটিও বেশ জনপ্রিয়তা লাভ করেছে, এখন শুধু টমের ঝুড়িতে আরেকটি ব্লকবাস্টার যুক্ত হওয়ার অপেক্ষা মাত্র।
আবারো ‘টপ গান’ এর মাধ্যমে পর্দায় ভালো কিছুই ঘটতে চলেছে। তাই বেপরোয়া পাইলট টম ক্রুজকে পর্দায় দেখার জন্য সবাই প্রস্তুত হতেই পারেন।