বিনিয়োগ বিশেষজ্ঞদের অমিয় বচন
নতুন ব্যবসায়ীদের প্রতিটি ধাপ নাকি সাবধানে ফেলতে হয়। তাঁরা এক একটি ধাপ ফেলেন আর মনে মনে বলেন, ভুল খাতে বিনিয়োগ করছি না তো! সর্বক্ষণ এই এক দ্বিধা তাদেরকে কুরে কুরে খায়। এ সময় যদি বিশ্বসেরা বিনিয়োগ বোদ্ধাদের পরামর্শ পাওয়া যেত কতই না ভালো হতো! কখনও কখনও একজন বিনিয়োগ বোদ্ধার মুখের একটি কথাই মোড় ঘুরিয়ে দিতে পারে আপনার জীবনের। পৃথিবীখ্যাত এরকম কয়েকজন বিনিয়োগ বোদ্ধার আমিয় বাণী শোনাচ্ছেন মারুফ ইসলাম।
১. একজন বিনিয়োগকারীর সবচেয়ে বড় শত্রু তিনি নিজেই।
পিটার লিঞ্চ, ফিডেলিটি ইনভেস্টমেন্ট এর ব্যাবস্থাপক।
২. আমি আমার জীবনে ৫০ বা তারও বেশি বিনিয়োগ কৌশল শিখেছি পয়সা দিয়ে। কিন্তু হায়! এদের ব্যবহার করে শেষ পর্যন্ত আমি লোকসানই গুনেছি শুধু।
চার্লস শোয়াব, চার্লস শোয়াব অ্যান্ড ব্যাংকিং কর্পোরেশনের প্রতিষ্ঠাতা।
৩. বিনিয়োগকারীদের মনে রাখা উচিত ভালো কোম্পানি ও ভালো শেয়ারের মধ্যে পার্থক্য রয়েছে। বেশি টাকা দিয়ে একটা ভালো গাড়ি কেনা যায়, কিন্তু ভালো শেয়ার কেনা যায় না।
রিচার্ড থেলার, অর্থনীতিবীদ এবং অধ্যাপক, শিকাগো বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র।
৪. ভুল বিনিয়োগ করা থেকে বিনিয়োগ না করাই এক ধরণের ভালো বিনিয়োগ।
ডোনাল্ড ট্রাম্প, ব্যবসায় মোগল, উদ্যেক্তা, লেখক এবং ২০১৬ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী।
৫. পুজিবাজারে এমন কিছু ভবিষ্যৎ বাণী করার মতো ব্যাক্তি আছেন যাঁরা তেমন কিছু জানেন না। আর এক দল আছেন যারা জানেন কিন্তু কিছু বঝেন না।
জন কেনেথ, কানাডিয়ান অর্থনীতিবিদ।
৬. অভিজ্ঞতা থেকে বুঝলাম অপরের বিনিয়োগ টিপস হতে নিজের বিচার বিবেচনা বেশি অর্থ আনে।
জেসি লিভারমোর, যুক্তরাষ্ট্রের বহুল পরিচিত মজুদ ব্যবসায়ী (স্টক ট্রেডার)।
৭. সাময়িক প্রতিকূল পরিস্থিতির কারণে ভালো কম্পানির শেয়ার দর যখন অবমূল্যায়িত হয় তখনই ভালো বিনিয়োগ পরিস্থিতির সৃষ্টি হয়।
ওয়ারেন বাফেট, যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী ব্যবসায়ী এবং বিনিয়োগ বিশেষজ্ঞ।