তরুণদের সেরা চার স্টার্টআপ

তরুণদের সেরা চার স্টার্টআপ

  • উদ্যোক্তা ডেস্ক

প্রযুক্তিভিত্তিক সেরা স্টার্টআপ প্রতিষ্ঠানকে বাছাই করার জন্য ২০১৫ সালের অক্টোবরে এসডি এশিয়ার সহায়তায় যাত্রা শুরু করে জিপি অ্যাকসেলারেটর। ‘জিপি অ্যাকসেলারেটর’ প্রোগ্রামের প্রথম ব্যাচের জন্য কয়েকশ’ স্টার্টআপ অ্যাপ্লিকেশন জমা পড়ে। এরমধ্য থেকে ইন্টারভিউ, ডেমো প্রেজেন্টেশন ও বিভিন্ন ক্যাটাগরিতে যাচাই-বাছাই শেষে জিপি অ্যাকসেলারেটর প্রোগ্রামের জন্য সেরা পাঁচটি স্টার্টআপকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত সেরা চার স্টার্টআপ হলো—ক্যান্ডি, শেয়ার ইনকর্পোরেশন, সেবা ও রেপটো।

শেয়ার ইনকর্পোরেশন

কারপুলিং সেবা সারাবিশ্বে খুবই জনপ্রিয় একটি ধারণা। মূলত এর মাধ্যমে একটি গাড়ি একাধিকজন ব্যবহার করে থাকেন। এর ফলে যাতায়াত ব্যবস্থা যেমন সহজ হয় তেমনি যাতায়াত খরচও কমে এবং পাশাপাশি গাড়ির জ্বালানী খরচও কমে যায়। তবে এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো—কারপুলিংয়ের মাধ্যমে গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে সময় সাশ্রয় করা সম্ভব। এ বিষয়টি নিয়েই কাজ করছে শেয়ার ইনকর্পোরেশন। প্রতিষ্ঠানটির অ্যাপ ব্যবহার করে যে কেউ তাদের গাড়ি বন্ধু কিংবা কাছের মানুষদের সাথে শেয়ার করতে পারবে। এতে তাদের অর্থও সাশ্রয় হবে। কারপুলিংয়ের মাধ্যমে যানজটও কমিয়ে আনা সম্ভব। শেয়ার ইনকর্পোরেশনের সেবা ব্যবহার করতে ভিজিট করতে পারেন sharedhaka.com এই ঠিকানায়।

সেবা

এটি মূলত একটি সার্ভিস প্ল্যাটফর্ম। ঘরে বসেই আপনি সার্ভিসটি পেতে পারেন। এতে আপনার সময় ও অর্থ সাশ্রয় হবে। কোনো ইলেক্ট্রনিক্স পণ্য কিংবা নিরাপত্তা পণ্য থেকে শুরু করে ওয়াইফাই বা ইন্টারনেট সংক্রান্ত সমস্যা কিংবা ক্লিনিং সার্ভিস এসবই পাওয়া যাবে সেবা থেকে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট কিংবা কল সেন্টারে কল করে সমস্যার কথা জানালেই দক্ষ টেকনেশিয়ান হাজির হয়ে যাবে দোরগোড়ায়। দক্ষ ব্যক্তিদের কাজের সুযোগও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। সেবা সম্পর্কে আরও জানা যাবে, sheba.xyz নামের এই ওয়েবসাইট থেকে।

রেপটো

ই-লার্নিং বর্তমানে খুবই জনপ্রিয় একটি মাধ্যম। মূলত চিরাচরিত পাঠ পদ্ধতির বাইরে অনলাইনে শিক্ষা ব্যবস্থাই ই-লার্নিং। ই-লার্নিং নিয়েই কাজ করছে রেপটো। রেপটোর ওয়েবসাইটে রয়েছে বিভিন্ন বিষয়ের ওপর নির্মিত ভিডিও কোর্স। এখানে রয়েছে প্রোগ্রামিং, ফটোগ্রাফি, ফিল্ম মেকিং, বিজনেস, বিজ্ঞান প্রভৃতি বিষয়ের ওপর ভিডিও টিউটোরিয়াল। অধ্যায়ভিত্তিক এই টিউটোরিয়াল থেকে এসব বিষয়ের ওপর দক্ষতা অর্জন করা সম্ভব বলে মনে করে প্রতিষ্ঠানটি। অভিজ্ঞরা চাইলে নিজেদের তৈরি টিউটোরিয়াল এখানে সবার জন্য প্রকাশ করে আয় করতে পারবেন। রেপটো থেকে শিখতে চাইলে বা শেখাতে চাইলে ভিজিট করতে হবে repto-edu.com ওয়েবসাইটটি।

ক্যান্ডি

বিভিন্ন লেনদেন থেকে আয় করার জন্য একটি স্মার্টফোন অ্যাপ হলো ক্যান্ডি। অ্যাপটি স্মার্টফোনের ইনস্টল করে নিয়ে কাছাকাছি থাকা বিভিন্ন সেবা কেন্দ্রে ছাড় পাওয়া সম্ভব।

সূত্র: দৈনিক ইত্তেফাকfavicon59

Sharing is caring!

Leave a Comment