১০ স্টার্টআপের জন্য ইনকিউবেশন সেন্টার
- উদ্যোক্তা ডেস্ক
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে দক্ষ পেশাজীবী তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো চালু হচ্ছে আইটি ইনকিউবেশন সেন্টার। ‘কানেকটিং স্টার্টআপ ২০১৬’ প্রতিযোগিতায় বিজয়ী ১০টি নতুন উদ্যোগকে (স্টার্টআপ) নিয়ে রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারের সফটওয়্যার টেকনোলজি পার্কে এই আইটি ইনকিউবেশন সেন্টারটি চালু হতে যাচ্ছে ২৭ জুলাই।
সরকারের আইসিটি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এই ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সূত্র জানায়, কানেকটিং স্টার্টআপস প্রতিযোগিতার ১০ বিজয়ী তাঁদের স্টার্টআপগুলো সফল করতে পাবেন সব ধরনের সুযোগ-সুবিধা। ইনকিউবেশন সেন্টারে তাঁরা এক বছরের জন্য বিনা মূল্যে অফিসের জায়গা, মেন্টরশিপ, উদ্ভাবনী অনুদান, আইনি ও অর্থায়ন সহায়তাসহ বিশ্ব ‘স্টার্টআপস এক্সিলারেটর’ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বাংলালিংক এই কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করছে। বাংলালিংক আইটি ইনকিউবেশন সেন্টারে ১৯টি স্টার্টআপের জন্য প্রয়োজনীয় ব্যয় বহন করবে।
প্রসঙ্গত, ‘কানেকটিং স্টার্টআপস বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করেছিল তথ্যপ্রযুক্তি বিভাগ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।