মোবালিটিকস পেল সেরা স্টার্টআপের পুরস্কার
- উদ্যোক্তা ডেস্ক
চ্যাম্পিয়ন পুরস্কার নিচ্ছেন মোবালিটিকস স্টার্টআপের উদে্যাক্তারাচ্যাম্পিয়ন পুরস্কার নিচ্ছেন মোবালিটিকস স্টার্টআপের উদে্যাক্তারাযুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত নতুন উদ্যোগের (স্টার্টআপ) প্রতিযোগিতা ‘এসএফ ২০১৬’-এ সেরার পুরস্কার পেল মোবালিটিকস। তথ্যপ্রযুক্তির ওয়েব পোর্টাল টেকক্রাঞ্চের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর। বছরে চারবার বিশ্বের চারটি বড় শহরে এই আয়োজন করা হয়।
এবারের এসএফ ২০১৬ প্রতিযোগিতায় ২৫টি স্টার্টআপ অংশ নেয়। প্রতিটি স্টার্টআপের উদ্যোক্তাদের বিচারক প্যানেলের সামনে ধারণা উপস্থাপন করতে হয়। বিচারকেরা এবার মোবালিটিকসকে চ্যাম্পিয়ন এবং ইউনিফাইআইডিকে প্রথম রানার আপ হিসেবে নির্বাচিত করেন।
মোবালাইটিকস মূলত ই-স্পোর্টস। গেমারদের জন্য কোচ হিসেবে কাজ করবে এই অ্যাপ্লিকেশন। যাতে তারা গেমারদের দুর্বলতা খুঁজে বের করতে পারে এবং ভবিষ্যতে সাফল্যের জন্য নিজেদের তৈরি করতে পারে। বিজয়ী হিসেবে মোবালিটিকসের উদ্যোক্তারা পেয়েছেন ৫০ হাজার ডলার।
অন্যদিকে ইউনিফাইআইডি পাসওয়ার্ডের বিকল্প ব্যবস্থার ধারণা নিয়ে এসেছে। পাসওয়ার্ড সরবরাহের পরিবর্তে ইউনিফাইআইডি যন্ত্র যেন তার ব্যাবহারকারীকে শনাক্ত করতে পারে সে প্রযুক্তি তৈরি করবে এই স্টার্টআপ।
এই স্টার্টআপ প্রতিযোগিতার লন্ডন পর্বের জন্য এখন আবেদন করা যাবে। প্রতিযোগিতা সম্পর্কে জানতে যোগাযোগ করা যাবে টেকক্রাঞ্চের সম্পাদক স্যাম কিফের সঙ্গে। ই-মেইল sam@techcrunch.com।