নতুন ব্যবসায় ১০ টিপস
- উদ্যোক্তা ডেস্ক
নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন। সে ক্ষেত্রে শুরুটা হবে বেশ কঠিন, পরিশ্রমের। সঠিক পরিকল্পনা, পরিশ্রমকে কাজে লাগানো গেলে ব্যবসায় সাফল্য আসবেই। নতুন ব্যবসা শুরু করতে চাইলে যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে…
শুরুটা নতুন কিছু দিয়ে : ব্যবসাপ্রতিষ্ঠানে একটি নতুন পণ্য যোগ করা, একটি অলাভজনক ব্যবসাপ্রতিষ্ঠানে নতুন পণ্য যোগ করার তুলনায় অনেক সহজ। এমন পণ্য এবং সেবা যোগ করুন, যা আপনার বিদ্যমান সেবার পরিপূরক।
উদ্দেশ্যমূলক বাজার প্রসার : চিন্তা করুন, ছোট ব্যবসা থেকে কোন নতুন বাজার উপকৃত হবে। উদাহরণস্বরূপ, আবাসিক এলাকা পরিষ্কারকারীরা যদি ই২ই-এর বাজার দখল করতে চায় তাহলে আপনি তাদের মধ্যে একটি একটি গম্ভীর ভাব দেখতে পাবেন।
সরকারি নিয়ম-কানুন সঠিকভাবে পালন করা : সরকারের সব সিস্টেমগুলো দেখে সেগুলো ফলো করলেন এবং আপনি সরকারের নিয়মমতো সরকারি লাইসেন্সপ্রাপ্ত হলেন অথবা সরকারি অনুমোদন নিয়ে নেবেন।
সর্বজনীন হতে হবে : ব্যবসাকে সর্বজনীন করা বা সবার কাছে ব্যবসাকে পৌঁছানো সময়ের দাবি। বিশেষ করে যদি আপনি একটি ফ্রিল্যান্স ব্যবসা চালানো বা কোনো সার্ভিসের অফার দিতে হবে।
নিয়মিত অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায় : ব্যবসা পরিচালনা করতে হলে নিয়মিত মানুষের সঙ্গে কথা বলা অর্থাৎ যোগাযোগের যে ব্যাপার থাকে এ জন্য আপনাকে নিয়মিত সামাজিক যোগাযোগ সাইটগুলোয় অ্যাক্টিভ থাকতে হবে।
ব্যবসায় অংশীদারিত্ব : ক্ষুদ্র ব্যবসা নিয়ে শুরু করলে সাদৃশ্য কোনো ব্যবসা যদি আপনার পাশের কোনো ব্যক্তি করে তাহেলে আপনি তাদের সঙ্গে অংশীদারের ভিত্তিতে কাজ করতে পারেন।
ব্যবসার জন্য উপযুক্ত জায়গা প্রস্তুত : আপনাকে ব্যবসার জন্য উপযুক্ত জায়গা নির্ধারণ করতে হবে। কী ব্যবসা করতে যাচ্ছেন, ওই ব্যবসার জন্য আপনার আশপাশের পরিবেশ পারফেক্ট কিনা!
উম্মুক্ত মতামতের সুযোগ বাড়ানো : ব্যবসার েেত্র সবাইকে উন্মুক্ত মতামতের সুযোগ দিতে হবে। সবাই যাতে আপনার কাছে আপনার ব্যবসার প্রচারে অথবা আপনার ব্যবসার স্বার্থে যে কোনো মতামত তুলে ধরতে পারে।
গ্রাহকসেবা উন্নত করা : গ্রাহকসেবার েেত্র অনেকটাই পিছিয়ে। ব্যবসা বৃদ্ধি করার সবচেয়ে সহজ উপায় হলো ভালো দিকগুলো খুঁজে বের করা। কাজের ওপর শতভাগ আত্মবিশ্বাস থাকা। উন্নত গ্রাহকসেবা ল্য নির্ধারণ করুন, ল্েয কী কী সমস্যা থাকতে পারে, সেগুলো উত্তরণের উপায় বের করতে হবে।
সমন্বয় : সফল ব্যবসায়ীরা বহুমুখীকরণের দ্বারা খুঁজে পেতে পারেন সফল ব্যবসার চাবিকাঠি। অভিজ্ঞতা ও যোগ্যতার ব্যবহার করে অন্যান্য ছোট ব্যবসা মালিকদের শিা দিন এবং তাদের স্বপ্ন অর্জনে সাহায্য করুন। নিজের আত্মবিশ্বাস নিয়ে ব্যবসা শুরু করতে হবে।