মৃত প্রাণীর শিং দিয়ে তৈরি শিল্প
- উদ্যোক্তা ডেস্ক
সম্ভাব্য পুঁজি:
৫০০০০ টাকা থেকে ১০০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:
একটা শো-পিস তৈরিতে খরচ হয় ২০ থেকে ১০০ টাকা। বিক্রি হয় ৮০ থেকে ৫০০ টাকায়। খুচরা বিক্রি করলে লাভ আরও বেশি থাকে।
যা প্রয়োজন:
গরু-মহিষের শিং, হরিণের শিং, শিং কাটার ছোট ছোট অস্ত্র যেমন : দা, ছুরি, ব্লেড।
প্রস্তুত প্রণালি:
শিঙের শো-পিস তৈরির জন্য কাঁচা শিং কয়েক দিন পানিতে ভিজিয়ে রাখতে হয়। তারপর সেই ভেজা শিং লোহার নানা রকম যন্ত্র দিয়ে কেটে তৈরি করতে হয় হরেক রকম শো-পিস। কিছু শো-পিসে শিংয়ের সঙ্গে হাড়ও ব্যবহৃত হয়।
বাজারজাতকরণ:
বিভিন্ন গিফট শপ, মার্কেটের দোকান, হস্তশিল্পের দোকানে বিক্রি হয় এসব শো-পিস। খুচরাও বিক্রি করতে পারেন পরিচিতজনদের কাছে।
যোগ্যতা:
দু-এক দিন প্রশিক্ষণ নিয়েই শিং থেকে শো-পিস তৈরি করা যায়।