কুমিল্লায় ‘উদ্যোক্তা-প্রশিক্ষণ’ কর্মশালা
- উদ্যোক্তা ডেস্ক
প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে (ইউডিসি) মিনি বিজনেস প্রসেস সেন্টারে (বিপিও) পরিণত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এজন্য ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের আউটসোর্সিং ও ই-কমার্সের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে উদ্যোক্তারা ইউডিসিতে একাধিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে আউটসোর্সিংয়ের কাজ এবং ই-কমার্সে পণ্য ক্রয় বিক্রয় করতে পারে। সম্প্রতি কুমিল্লায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৃণমূলের তথ্যজানালা কর্মসূচি ও তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি) আয়োজিত ইউডিসি-উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা বলেন, ‘সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সারাদেশে ৪,৫৫০টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) প্রতিষ্ঠা করে। এর মূল লক্ষ্য গ্রামের মানুষের কাছে তথ্য ও সেবা সহজলভ্য করা। এসব ইউডিসির প্রায় ১০ হাজার উদ্যোক্তা ইন্টারনেট ও প্রযুক্তির ব্যবহার করে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে নিয়মিত তথ্য ও সেবা পৌছে দিচ্ছে।’
তিনি আরও বলেন, উচ্চ গতির ইন্টারনেট কানেক্টিভিটি নিশ্চিত করার জন্য সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ইনফো সকোর-৩ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ইউনিয়নগুলোতে ব্রডব্যান্ড সংযোগ সম্প্রসারিত হবে।
কর্মশালায় আরও বক্তব্য দেন তথ্যসেবা বার্তা সংস্থার (টিএসবি) নির্বাহী সম্পাদক ড. অলিউর রহমান ও সহকারি সম্পাদক প্রতীক মাহমুদ। উল্লেখ্য, এ সময় আরও উপস্থিত ছিলেন-কমিউনিকেশন স্পেশালিস্ট ও সিনিয়র সাংবাদিক অজিত কুমার সরকার, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, তথ্যসেবা বার্তা সংস্থার (টিএসবি) নির্বাহী সম্পাদক ড. অলিউর রহমান ও সহকারি সম্পাদক প্রতীক মাহমুদ প্রমূখ।