ষোলকলা পূর্ণ হোক ২০১৬-তেই
ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে ২০১৬। আর মাত্র কয়েক ঘণ্টা! রাত পোহালেই দেখা দিবে নতুন বছরের সূর্য। আপনি নিশ্চয় চান, ওই সূর্যের মতোই আলোকোজ্জ্বল হোক আপনার ব্যবসা প্রতিষ্ঠান। সে জন্য চাই পরিকল্পনা, চাই পরামর্শ। নতুন বছরে আপনার ব্যবসার ষোলকলা পূর্ণ করতে কিছু পরামর্শ বাতলেছেন বিশ্বসেরা ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন মারুফ ইসলাম।
ডুমি অবুর্তা
ম্যানেজার, পপ স্টার টিনে টেমপাহ অ্যান্ড জেসি জে
আপনার ব্যবসার ডিএনএকে বোঝার চেষ্টা করুন। পাশাপাশি একটি চাতুর্যপূর্ণ ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণ করুন। আপনার প্রতিষ্ঠানকে সামাজিকীকরণ করুন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনার চারপাশের মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান। অর্থাৎ সহজ কথায় আপনার নেটওয়ার্ক বাড়ান।
.
জেনি অ্যালিস
প্রতিষ্ঠাতা, গ্লোবাল ফ্রুট জুস বার
একেক মানুষ একেক উদ্দেশ্য নিয়ে ব্যবসা করতে আসেন। আমি অবশ্য সৃজনশীলতা দেখাতেই ব্যবসায় নেমেছি। আপনাকে তাই প্রথমেই খেয়াল রাখতে হবে, আপনি কী উদ্দেশ্য নিয়ে ব্যবসা করতে নেমেছেন। আপনার উদ্দেশ্য যদি হয় শুধুই অর্থ উপার্জন, তবে আপনাকে অবশ্যই সংক্ষিপ্ত কোনো বিকল্প পথ (শর্টকার্ট ওয়ে) আবিষ্কার করতে হবে। আর একটি ব্যাপার, নতুন প্রতিষ্ঠান হিসেবে আপনার কোম্পানি কিন্তু মূলধনের জন্য মুখিয়ে থাকবে। তাই মূলধন জমানোর জন্য আপনাকে একটু বাড়তি পরিশ্রম করতে হবে। এই ধরুন, সপ্তাহে অন্তত ১২০ ঘণ্টা কাজ করলেই চলবে। আশা করা যায় এতেই আপনার ব্যবসায় সাফল্য আসবে।
.
জ্যাকুলিন গোল্ড
প্রধান কর্মকর্তা, অ্যান সামার্স
সময় এখন তথ্য প্রযুক্তির। এ সময়ে সফল হতে হলে তথ্য-প্রযুক্তির দ্বারস্খ হতেই হবে। তাই যতদূর সম্ভব আপনার ব্যবসাকে ডিজিটালাইজড করুন। আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের প্রচারণা চালান। গ্রাহকরা হাতের মুঠোয় তথ্য পেতে চায়। এ বিষয়টি বিবেচনায় রেখে আপনার প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপ তৈরি করুন। মনে রাখবেন, গ্রাহকের নজরের আড়ালে যাওয়া যাবে না কিছুতেই। সেই প্রবাদটা মনে রাখুন, চোখের আড়াল মানে মনের আড়াল!
.
অ্যালেক্স চ্যাটলি
সহ-প্রতিষ্ঠাতা, টেন গ্রুপ
আপনার ব্যবসাকে যদি নেতৃত্বের পর্যােয়ে দেখতে চান, তবে অবশ্যই ভিন্ন কোনো বিষয়ে ওপর আলো ফেলুন। আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি থেকে শুরু করে গ্রাহকদেরকে বোঝান, কেন আপনার পণ্যই সেরা। এই বোঝানো ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ; কেননা আপনার পণ্য আলাদা হওয়া সত্বেও কেন সেরা সেটা না বোঝা পর্যন্ত কেউ আপনার পণ্য কিনবে না। তাই প্রথমেই আপনার কর্মকর্তা-কর্মচারিদের মনে এই আত্মবিশ্বাস তৈরি করুন যে আপনার প্রতিষ্ঠানের পণ্যের বাইরে আর কোনো ভালো পণ্য বাজারে নেই। এই আত্মবিশ্বাস তাদের ভিতর তৈরি করতে পারলেই তারা গ্রাহকের কাছে পণ্য বিক্রি করতে পারবে।
.
নির্মল শেঠিয়া
প্রতিষ্ঠাতা, নিউবাই টি
ব্যবসা শুরুর সময় কয়েকটি বিষয় খুব কঠোরভাবে অনুসরণ করা উচিত। প্রথমত, মিথ্যা বলা যাবে না। দ্বিতীয়ত, গ্রাহকের কাছে ভালো সাজার ভান করা যাবে না। তৃতীয়ত, গ্রাহককে কোনোভাবেই বিভ্রান্ত করা যাবে না। এর পাশাপাশি ব্যবসাকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই প্যাশনেট হতে হবে এবং অনুসন্ধিৎসু মানসিকতার হতে হবে। এর পাশাপাশি চেষ্টা করুন সেরা টিম দিয়ে আপনার প্রতিষ্ঠানকে সাজাতে। চোখ-কান খোলা রেখে দেখুন, কোন ব্যক্তি একটু ভিন্নভাবে চিন্তা করে, কার দৃষ্টিভঙ্গির মধ্যে একটু ভিন্নতা আছে, তাকে ডেকে নিন আপনার প্রতিষ্ঠানে।
.
গ্রে গ্রান্ট
প্রতিষ্ঠাতা, দি এন্টারটেইনার
জীবনে ঝুকি থাকবেই। অনেকেই আছেন যাদের নিজের বেতনের ওপর আস্তা নেই। তারা চান আরও বেশি আয়-উপার্যকন করতে। আপনি যদি এই দলের কেউ হন, আপনাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে। সবার আগে নিজের উপর আস্থা রাখুন। দেখবেন, সাফল্য হাতের মুঠোয় আপনাআপনি ধরা দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ঝুঁকি সাফল্য বয়ে আনে। তবে সাবধান, নিজেকে কখনো সবজান্তা ভাববেন না। সব উত্তর আমার জানা আছে কিংবা সব মুশকিল আছান করতে পারি-এ জাতীয় আত্মবিশ্বাস কখনো কখনো ধ্বংস ডেকে আনে। তাই কাজের প্রতি সৎ থাকুন এবং সৎপথে ঝুঁকি নিন। আমার বিশ্বাস আপনি সফল হবেন।