নতুন বছর নতুন ব্যবসা

নতুন বছর নতুন ব্যবসা

সংস্কৃত প্রবাদ বলে, ‘গতস্য শোচনা নাস্তি’! অর্থাৎ যা কিছু গত হয়েছে তা নিয়ে অনুশোচনা করা বোকামি। তাহলে আর ২০১৫ নিয়ে ‘হায়! হায়!’ কেন? এসেছে নতুন বছর ২০১৬, চলুন তাকে স্বাগত জানাই। পুরনো লোকশান ভুলে লাভের আশায় শুরু করি নতুন ব্যবসা। নতুন বছরে কী ধরনের ব্যবসা লাভজনক হতে পারে তার একটি তালিকা প্রকাশ করেছে বিখ্যাত সংবাদমাধ্যম বিজনেস নিউজ ডেইলি। সেই তালিকা থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দনীয় ব্যবসা। বিস্তারিত জানাচ্ছেন মারুফ ইসলাম


TOOL-BELT-1১. চুক্তিভিত্তিক কাজ

যেকোনো প্রতিষ্ঠান চায় দক্ষ জনবল। কিন্তু দক্ষ জনবল খুঁজে বের করা এক বিরাট হ্যাপা। তাই বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান চায় এমন কাউকে যে কিনা তার দক্ষ জনবল খুঁজে দেবে। এই চাহিদার কারণে ইদানিং অনেকেই চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলছেন এবং ব্যবসায়িকভাবে সফল হচ্ছেন। এসব প্রতিষ্ঠান হাউজ টিউটর খুঁজে দেওয়া থেকে শুরু করে ব্যাংকের কর্মকর্তা-সব ধরনের দক্ষ জনবল খুঁজে দেয়। বুঝতেই পারছেন, প্রতিষ্ঠানগুলো মূলত চাকরি প্রত্যাশী এবং চাকরি দাতা উভয় প্রতিষ্ঠানের ভায়া হিসেবে কাজ করে। বিখ্যাত সংবাদ মাধ্যম সিএনএন বলছে, গত বছর (২০১৫) বিশ্বজুড়ে এই চুক্তিভিত্তিক কাজের চাহিদা ছিল সবচেয়ে বেশি। অতএব, ভেবে দেখুন, নতুন বছরে এই ব্যবসায় ভাগ্য খুলেও যেতে পারে আপনার!

২. স্মার্টফোন মেকানিক

সময় এখন প্রযুক্তির। দাবানলের মতো বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। কিন্তু প্রযুক্তির সঠিক ব্যবহার কি আর সবাই ঠিকঠাক মতো জানেন? ফলে হরহামেশাই বিকল হচ্ছে প্রযুক্তিপণ্য। বিকল হওয়া প্রযুক্তিপণ্যের মধ্যে শীর্ষে রয়েছে স্মার্ট ফোন। একটু সারিয়ে নিলে আবার আগের মতো দেদারছে চলে এসব ফোন। তাই বিশ্বজুড়েই স্মার্ট ফোন মেকানিকের চাহিদা বাড়ছে। এই চাহিদাকে কাজে লাগিয়ে আপনি শুরু করতে পারেন স্মার্টফোন মেকানিকের ব্যবসা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় রয়েছে এরকম এক প্রতিষ্ঠান যার নাম ‘আইড্রপড’। বিজনেস ডেইলি জানাচ্ছে, গত বছর এই প্রতিষ্ঠান কোটি টাকার ওপরে আয় করেছে।

৩. চলমান নরসুন্দর

ব্যবসায় সাফল্য পেতে নাকি নতুন নতুন আইডিয়া বের করতে হয়। নতুন বছরে তাই একেবারে নতুন কোনো আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এ ক্ষেত্রে আপনার ব্যবসা হতে পারে চলমান নরসুন্দর! মানে ভ্রাম্যমাণ সেলুন আর কি! ভুরু কুচকে তাকানোর কিছু নেই, এ জন্য আপনাকে নাপিত হতে হবে না। আপনার অধীনে কিছু নাপিত রাখবেন যারা মানুষের দরজায় সেবাটা পৌছে দেবে।

ভ্রাম্যমাণ সেলুনের ব্যবসা মোটেও খারাপ কিছু নয়। যেভাবে যান্ত্রিক হয়ে উঠছে মানুষ, তাতে চুল-দাড়ি কাটানোর জন্য সেলুনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকবে না কেউ। আপনি যদি তার দোরগোড়ায় সেবাটা পৌছে দিতে পারেন, মানুষ লুফে নেবে নিশ্চয়। যুক্তরাষ্ট্রে কেউ কেউ শুরু করেছেন ব্যবসাটা। বিশেষ করে শিশুদের জন্য খুব সহজেই এই সেবা লুফে নিচ্ছেন অভিভাবকরা। কারণ শিশুদের নিয়ে সেলুনে যাওয়া এবং বসে থাকা রীতিমতো এক ঝক্কির ব্যাপার। তারচেয়ে নিজ বাড়িতে কেউ এসে যদি সেবাটা দিয়ে যায় তাতে স্বাচ্ছন্দ বোধ করে শিশুরা।

kidtablet-5৪. অনুবাদে আনন্দ

আজকের এই বিশ্বকে কী বলা হয় জানেন তো? গ্লোবাল ভিলেজ। আপনি যেহেতু বিশ্ব-গ্রামের বাসিন্দা, আপনার কর্মক্ষেত্র তাই সারা বিশ্বজুড়ে। এখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সবার সঙ্গে যোগাযোগ করতে চায়, সবাই সবার সংস্কৃতি ও ঐতিহ্য জানতে চায়। এই জানানোর কাজটিই শুরু করতে পারেন অাপনি। আপনার দেশের ইতিহাস-ঐতিহ্য সংস্কৃতি অনুবাদ করে জানিয়ে ‍দিন অপরকে। অন্যের সংস্কৃতি-জীবনাচরণ অনুবাদ করে জানান নিজের কমিউনিটিকে। কাজটি বৃহৎ উদ্যেগে শুরু করতে পারেন। অর্থাৎ নতুন বছরে একটি অনুবাদ প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন। যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটেকটিক্স হ্যান্ডবুক জানাচ্ছে, প্রতি বছর ৪৬ শতাংশ হারে অনুবাদকের চাহিদা বাড়ছে। সুতরাং এখনই সময় অনুবাদ ব্যবসায় নেমে পড়ার।

৫. শিশুদের জন্য অ্যাপ

শিশুরাই আপনার ভবিষ্যতের গ্রাহক। সুতরাং শিশুদের বেড়ে তোলার দায়িত্বও আপনার। যুক্তরাষ্ট্রের জরিপ প্রতিষ্ঠান কমন সেন্স মিডিয়ার এক জরিপে দেখা গেছে, বর্তমানে এক-তৃতীয়াংশ শিশু মোবাইল ফোন ব্যবহার করে। নিঃসন্দেহে এটি একটি বড় সংখ্যা। আপনি এই বৃহৎ শিশুগোষ্টীকে টার্গেট করে একটি ব্যবসা শুরু করতেই পারেন। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, খেলা, বুদ্ধিবৃত্তিকচর্চা ইত্যাদি নিয়ে মোবাইল অ্যাপ বানানো যায় কিনা সেটা ভেবে দেখতে পারেন। বর্তমান সময়টাই স্মার্টফোনের অ্যাপ-নির্ভর। সুতরাং শিশুবান্ধব অ্যাপ হোক আপনার নতুন বছরের ব্যবসা।

বিজনেস নিউজ ডেইলি অবলম্বনে favicon5

Sharing is caring!

Leave a Comment