ঘরে বসে আরও ব্যবসা
সাবরিনা তাবাসসুম : সেদিন ব্যবসা করি ঘরে বসে শিরনামে নতুন বছরে শুরু করবার মত ৫টি ব্যবসার কথা জানিয়েছি। ‘হোম বেইজড বিজনেস’ ধারণার এমন আরও ৫টি ব্যবসার কথা জানাবো আজ। উদ্যেক্তাবিষয়ক বিখ্যাত ওয়েবসাইট এন্টারপ্রেনার অবলম্বনে আরও নতুন নতুন ব্যবসার কথা নিয়ে আসব সামনের দিনগুলোতে, সঙ্গেই থাকুন।
১. ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার
প্রিন্ট মিডিয়াগুলোর মধ্যে যেমন কোনো সংস্থার নিজস্ব সংবাদ সংকলন, ফ্লায়ার, ম্যাগাজিন, ইনফরমেশন শিট, চিঠি অথবা বিজ্ঞপ্তি তৈরিতে গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন পড়ে। বিভিন্ন ওয়েব সাইট এবং অনলাইন বিজ্ঞপ্তির জন্যেও গ্রাফিক ডিজাইনার প্রয়োজন। অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের মাধ্যমে আপনি এই ব্যাবসা শুরু করতে পারেন।
২. পরামর্শক
পরামর্শক হওয়ার জন্য নিজেকে কোনো একটি সুনির্দিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়। হয়ত আপনি কোনো বড় ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিপনন বিভাগে কাজ করেছেন কিংবা কয়েকটি বস্ত্র প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা করেছেন অথবা কোনো বড় জুতো নির্মাতা প্রতিষ্ঠানের সকল বাজারজাতকরণ কর্মকাণ্ড পরিচালনা করেছেন। আপনি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একই ধরনের কাজে যারা নতুন এসেছে তাদেরকে পরামর্শ দিতে পারেন।
৩. গিফট বাসকেট তৈরি
মানুষের আগ্রহ আছে বা আকর্ষনীয় কিছু জিনিসের মাধ্যমে আপনি একজনের পক্ষে অন্য কারো জন্য গিফট বাসকেট তৈরি করে দিতে পারেন। গিফট বাসকেটে রাখা যায় রূপচর্চার বিভিন্ন সামগ্রী যেমন সবান, লোশন, স্ক্রাবার, ম্যানিকিওর এর সরঞ্জাম।
৪. ক্লিনিং সার্ভিস
এই ব্যাবসাটি অনেক দিকেই যেতে পারে। রেস্টুরেন্ট গুলোও হতে পারে নিয়মিত গ্রাহক। কারণ রেস্টুরেন্ট গুলোতে গ্রাহক ধরে রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া বিভিন্ন বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা সেবা প্রদানের ব্যবসার দিকেও যেতে পারেন। এ ধরনের ব্যবসায় খুব বেশি বিনিয়োগ, লোকবল অথবা প্রচারণার প্রয়োজন পড়ে না।
৫. ডগ ব্রিডার
আমাদের দেশে ক্রমেই পোষা প্রাণির জনপ্রিয়তা বাড়ছে। যার মধ্যে অনেকেই কোনো একটি নির্দিষ্ট প্রজাতির প্রাণিকে খুঁজে থাকে। কিছু কিছু প্রজাতির জনপ্রিয়তা বেড়েই চলেছে এবং এর মাধ্যমে বড় ধরনের আর্থিক আয় করা সম্ভব। তবে এক্ষেত্রে নিজেকে এমন একজন ব্রিডার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে যিনি প্রাণিগুলোর স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়ে যত্নবান।