হস্তশিল্পে ক্যারিয়ার

হস্তশিল্পে ক্যারিয়ার

  • ক্যারিয়ার ডেস্ক

আমাদের দেশে মেয়েদের অনেকেই বাটিক বুটিক বা হস্তশিল্পের কাজ করে স্বাবলম্বী হচ্ছেন। এ বিষয়ে দরকারি প্রশিক্ষণ নিয়ে আপনিও নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন। রাজধানী শহর ঢাকা তো বটেই, দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে জেলা শহরগুলোতে এ বিষয়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) দীর্ঘদিন ধরে এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতিষ্ঠাটিতে প্রশিক্ষণের খরচও অনেক কম। বিসিকের নকশাকেন্দ্র ১১টি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে। জেনে নিন বিসিকের প্রশিক্ষণের বিস্তারিত।

ব্লক/বাটিক/স্ক্রিন প্রিন্ট
ব্লক প্রিন্টিং, বাটিক, স্ক্রিন প্রিন্ট, নকশা রিপিট ও রঙ তৈরি কাজ শেখানো হয়।

চামড়ার প্রশিক্ষণ
চামড়ার বাটিক, ব্লক প্রিন্ট, অ্যাম্বুস প্রভৃতি পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে থাকে। অঙ্কন, সেলাই, ট্রেসিং প্রভৃতিতে অভিজ্ঞতা থাকলে ভালো হয়।

পাটজাত দ্রব্য
নকশা কেন্দ্রের এই বিভাগটি পাটজাত দ্রব্যের নকশা ও উন্নত ধরনের হস্তশিল্প প্রশিক্ষণ দিয়ে থাকে।

প্যাকেজিং
প্যাকেজিং বিভাগে বিভিন্ন ধরনের ঘাস, তালপাতা, কেয়াপাতা, আঁশ, ছোবড়া, খড় ইত্যাদি দিয়ে হরেক রকম নকশা ও বুননে বিভিন্ন ধরনের শপিং ব্যাগ, টুপি, ভ্যানিটি ব্যাগ প্রভৃতি হস্তশিল্প তৈরি করা হয়।

বুনন/বাঁশ ও বেত
বিভিন্ন ধরনের কাপড়, শীতল পাটি বুনন শেখানো হয়। বাঁশ ও বেতজাত হস্তশিল্পের কাজ শেখানো হয়।

প্রশিক্ষণের সময়
তিনমাস মেয়াদে বছরে ৪টি সেশনে প্রশিক্ষণ দেয়া হয়। সেশনগুলো হলো- জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর ও অক্টোবর-ডিসেম্বর।

যোগাযোগ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন
১৩৭-১৩৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ফোন : ৯৫৫৩১১২।

ছাড়া আরও যেখানে প্রশিক্ষণ নেয়া যাবে

১. বাংলাদেশ মহিলা সমিতি
৪, নাটক সরণি, বেইলি রোড, ঢাকা
ফোন : ৯৩৩৭০৫০।

২. গৃহসুখন
১৩, গ্রিন স্কয়ার, গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা
ফোন : ৯৬৬৭৩৬৬।

৩. স্কাই-হাই ইনস্টিটিউট অব ডিজাইন
বাড়ি ২৭/১, রোড ১৩/১, ধানমন্ডি, ঢাকা
ফোন : ৮১২০০৫৪।

৪. ঘরকন্যা
৬৯ কলাবাগান, ডলফিন গলি, ঢাকা
ফোন : ৮১২২৮৫৬, ৯১২১৬৪৯।

৫. সাকসেস হরিয়েন্টাল
৩২, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা
ফোন : ০১৮১৯১৭৫৫৯১।favicon59

Sharing is caring!

Leave a Comment