নতুনদের জন্য ভেঞ্চার ক্যাপিটাল
- উদ্যোক্তা ডেস্ক
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬-র দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় ভেঞ্চার ক্যাপিটাল ফর স্টার্টআপ বিষয়ক সেমিনার। আইসিটি ডিভিশন, বেসিস, বিসিসি, বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি, ভিসিপিইএবি, টাই, এসডি এশিয়া এবং বিজ ক্যাফে সম্মিলিতভাবে এই সেমিনারটির আয়োজন করেছে। সেমিনারটি সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত মোট ২টি ভাগে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খাইরুল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ভিসিপিইএবির প্রতিষ্ঠাতা সভাপতি শামীম আহসান।
ভেঞ্চার ক্যাপিটাল একটি নতুন বা ক্রমবর্ধমান ব্যবসার জন্য অর্থায়ন প্রতিষ্ঠান। ভেঞ্চার ক্যাপিটালের তহবিল সাধারণত ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাগুলো থেকে আসে যারা উচ্চ ঝুঁকিসম্পন্ন আর্থিক পোর্টফোলিও নির্মাণে বিশেষজ্ঞ। ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, ইকুইটির বিনিময়ে স্টার্টআপ কোম্পানিতে তহবিল দেয়। এই তহবিল সাধারণভাবে বায়োটেক, সফটওয়্যার এবং ই-কমার্সের মতো উচ্চ প্রবৃদ্ধি সম্পন্ন প্রযুক্তি শিল্পে পাওয়া যায়। এই সেমিনারের মাধ্যমে স্টার্টআপ ইকোসিস্টেমে ভেঞ্চার ক্যাপিটাল স্টেকহোল্ডারদেরকে ফান্ড পেতে সহায়তা করে এবং বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকে।
সেমিনারটির প্রথমাংশ ‘বিল্ডিং বিলিয়ন ডলার স্টার্টআপস ফ্রম বাংলাদেশ’ সকাল ১০টা ৩০ থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। চালডালের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম আলীম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর, এসডি এশিয়ার নির্মাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান খান, বাগডুমের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা কামরুন আহমেদ এবং মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশীর কবির সেমিনারটির প্রথমাংশের প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন।
সেমিনারটির দ্বিতীয়াংশ ‘ক্রিয়েটিং এ ভাইব্রেন্ট ভেঞ্চার ক্যাপিটাল ইকোসিস্টেম টু ফস্টার স্টার্টআপস’ সকাল ১১টা ৪৫ থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। টাই গ্লোবালের চেয়ারম্যান ভেঙ্ক শুকলা এবং বিডি ভেঞ্চার ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন এ অংশের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, কোভএয়ারের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান বিপিন এ সাহা, আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ খান ও গ্রিন ডেল্টা ইন্সুরেন্সের ব্যাবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী এখানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রকাশক ও কার্যনির্বাহী পরিচালক তারিন হোসেন।